ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

বাংলানিউজ টি-২০ বিশ্বকাপ-২০২১

রাসি-মার্করামের ঝড়ো ব্যাটে প্রোটিয়াদের বড় সংগ্রহ 

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫২ ঘণ্টা, নভেম্বর ৬, ২০২১
রাসি-মার্করামের ঝড়ো ব্যাটে প্রোটিয়াদের বড় সংগ্রহ 

রাসি ভ্যান ডার ডুসেন ও এইডেন মার্করামে ব্যাটে ভর করে ইংল্যান্ডের বিপক্ষে বড় সংগ্রহ পেয়েছে দক্ষিণ আফ্রিকা। এই দুই ব্যাটারের ফিফটিতে নির্ধারিত ২০ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ১৮৯ রান করেছে প্রোটিয়ারা।

প্রথম থেকেই দারুণ ব্যাট করা রাসি অবশ্য সেঞ্চুরির খুব কাছে গিয়েও তিন অঙ্কের ম্যাজিক ফিগারের দেখা পাননি। ৯৪ রানে অপরজিত থাকেন তিনি।

প্রথমে ব্যাটিংয়ে নেমে অবশ্য শুরুটা ভালো করতে পারেনি দক্ষিণ আফ্রিকা। দলীয় ১৫ রানেই ওপেনার রেজা হেনড্রিক্স বোল্ড হন মঈন আলীর বলে। তবে দ্বিতীয় উইকেট জুটিতে রাসি ভ্যান ডার ডুসেনের সঙ্গে ৫২ বলে ৭১ রানের পার্টনারশিপ গড়েন আরেক ওপেনার কুইন্টন ডি কক।

অবশেষে এই জুটি ভাঙেন আদিল রশিদ। ২৭ বলে ৩৪ রান করা বাঁহাতি ওপেনার ডি কক এই স্পিনারের বলে জেসন রয়কে ক্যাচ দিয়ে ফেরেন। এ সময় ৪টি বাউন্ডারি হাঁকান তিনি।

ডি কক বিদায় নিলেও উইকেটে অবচিল থাকেন রাসি। তিনি এরপর এইডেন মার্করামকে নিয়ে আরও দ্রুত ব্যাট চালান। তৃতীয় উইকেট জুটিতে তোলে মাত্র ৫২ বলে ১০৩ রান। অবশ্য সেঞ্চুরি হাতছাড়া হয় এই ডানহাতির। তিনি শেষ অবধি ৬০ বলে ৫টি চার ও ৬টি ছক্কায় ৯৪ রানে অপরাজিত থাকেন। অপরদিকে দারুণ ব্যাট করা মার্করামও ঝড়ো ব্যাট চালান। তরুণ এই ব্যাটার ২৫ বলে ২টি চার ও ৪টি ছক্কায় ৫২ রানের হার না মানা ইনিংস খেলেন।

এর আগে সেমিফাইনালে যাওয়ার কঠিন লড়াইয়ে ইংল্যান্ডের মুখোমুখি হয় দক্ষিণ আফ্রিকা। যেখানে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ইতোমধ্যে শেষ চার নিশ্চিত করা ইংলিশদের অধিনায়ক ইয়ান মরগান।

শনিবার (০৬ নভেম্বর) শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে সুপার টুয়েলভের গ্রুপ ওয়ানের ম্যাচে নামে দুদল। বাংলাদেশ সময় রাত আটটায় ম্যাচটি মাঠে গড়ায়।

এ ম্যাচে প্রোটিয়াদের শুধু জিতলেই চলবে না। রান রেটের বিশাল ব্যবধান আনতে হবে। কেননা একই গ্রুপের অস্ট্রেলিয়া গ্রুপে নিজেদের শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে বড় ব্যবধানে হারিয়ে শক্ত অবস্থান করে নিয়েছে।

ইংল্যান্ড একাদশ: জেসন রয়, জস বাটলার (উইকেটরক্ষক), ডেভিড মালান, জনি বেয়ারস্টো, ইয়ান মরগান (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, মঈন আলী, ক্রিস ওকস, ক্রিস জর্ডান, আদিল রশিদ, মার্ক উড।

দক্ষিণ আফ্রিকা একাদশ: কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), রেজা হেনড্রিক্স, রাসি ভ্যান ডার ডুসেন, টেম্বা বাভুমা (অধিনায়ক), এইডেন মার্করাম, ডেভিড মিলার, ডোয়েন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, কেশব মহারাজ, অ্যানরিখ নরকিয়া, তাবরিজ শামসি।

বাংলাদেশ সময়: ২১৫২ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বাংলানিউজ টি-২০ বিশ্বকাপ-২০২১ এর সর্বশেষ