ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

বাংলানিউজ টি-২০ বিশ্বকাপ-২০২১

ব্যাটিং বিপর্যয়ে স্কটল্যান্ড

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৭ ঘণ্টা, নভেম্বর ৫, ২০২১
ব্যাটিং বিপর্যয়ে স্কটল্যান্ড

ভারতের আমন্ত্রণে শুরুতে ব্যাটিংয়ে নেমে বিপর্যয়ের মুখে পড়েছে স্কটল্যান্ড। একে একে বিদায় নিয়েছেন দলটির প্রথম ৪ ব্যাটার।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১০ ওভার শেষে স্কটল্যান্ডের সংগ্রহ  ৪ উইকেট হারিয়ে ৪৪ রান।

সুপার টুয়েলভের ম্যাচে শুক্রবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে স্কটিশদের বিপক্ষে টস জিতে ফিল্ডিং বেছে নেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। আজ কোহলির ৩৩তম জন্মদিন।  

'জিততেই হবে' ম্যাচে ভারতীয় একাদশে একটি পরিবর্তন এসেছে। পেসার শার্দূল ঠাকুরের জায়গায় এসেছেন বরুণ চক্রবর্তী। অন্যদিকে স্কটল্যান্ড নেমেছে অপরিবর্তিত একাদশ নিয়ে।

ব্যাটিংয়ে নেমে ধীরগতির শুরু পায় স্কটল্যান্ড। দুই ওপেনারের জুটি স্থায়ী হয় ২.৩ ওভার পর্যন্ত, রান আসে ১৩। এর মধ্যে অধিনায়ক কাইল কোয়েটজার মাত্র ১ রান করে ভারতীয় পেসার জসপ্রিত বুমরাহর বলে বোল্ড হয়ে ফেরেন।  

চতুর্থ ওভারে ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের বলে পর পর ৩ চার মেরে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দেন জর্জ মানজি। কিন্তু ষষ্ঠ ওভারে তাকে বিদায় করেন ভারতীয় পেসার মোহাম্মদ শামি। হার্দিক পান্ডিয়ার হাতে ক্যাচ তুলে দেওয়ার আগে তার ব্যাট থেকে আসে ১৯ বলে ২৪ রান।

মানজি যেতেই ফের বিপর্যয়ের মুখে পড়ে স্কটিশরা। রবীন্দ্র জাদেজার এক ওভারে বিদায় নেন দুই স্কটিশ ব্যাটার রিচি বেরিংটন (০) এবং ম্যাথু ক্রস (২)। বেরিংটন বোল্ড হয়ে ফেরেন। আর ক্রস ফেরেন লেগ বিফোরের ফাঁদে পড়ে।  

ভারত একাদশ: লোকেশ রাহুল, রোহিত শর্মা, বিরাট কোহলি (অধিনায়ক), সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, রবীচন্দ্রন অশ্বিন, বরুণ চক্রবর্তী, মোহাম্মদ শামি, জসপ্রিত বুমরাহ।

স্কটল্যান্ড একাদশ: জর্জ মানজি, কলাম ম্যাকলাউড, রিচি বেরিংটন, কাইল কোয়েটজার (অধিনায়ক), ম্যাথু ক্রস (উইকেটরক্ষক), অ্যালাসডের ইভান্স, মাইকেল লিস্ক, ক্রিস গ্রিভস, মার্ক ওয়াট, সাফিয়ান শরিফ, ব্র্যাডলি হুইল।

বাংলাদেশ সময়: ২০৪৭ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বাংলানিউজ টি-২০ বিশ্বকাপ-২০২১ এর সর্বশেষ