ঢাকা, বৃহস্পতিবার, ২৬ আষাঢ় ১৪৩২, ১০ জুলাই ২০২৫, ১৪ মহররম ১৪৪৭

বাংলানিউজ টি-২০ বিশ্বকাপ-২০২১

নামিবিয়াকে ১৬৪ রানের লক্ষ্য দিল নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩৮, নভেম্বর ৫, ২০২১
নামিবিয়াকে ১৬৪ রানের লক্ষ্য দিল নিউজিল্যান্ড

বিশ্বকাপের সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে নামিবিয়ার বিপক্ষে লড়াকু সংগ্রহ পেয়েছে নিউজিল্যান্ড। শেষদিকে এসে ঝড়ো ব্যাটিংয়ে দলের স্কোর ১৬৩ রানে নিয়ে যান গ্লেন ফিলিপস ও জিমি নিশাম।

জয়ের জন্য নামিবিয়াকে করতে হবে ১৬৪ রান।

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে ভালো শুরু করলেও বেশিক্ষণ থিতু হতে পারলেন না কিউই ওপেনার মার্টিন গাপটিল। ডেভিড উইজের বলে ট্রাম্পেলম্যানের হাতে ক্যাচ তুলে ব্যক্তিগত ১৮ রানে সাঝঘরে ফেরেন তিনি। বেশিক্ষণ থিতু হতে পারেননি আরেক ওপেনার ড্যারিয়েল মিচেলও। স্কলটজের বলে উইকেট হারিয়ে ব্যক্তিগত ১৯ রানে বিদায় নেন তিনি।  

এরপর ব্যাট করতে নেমে দলের হাল ধরেন অধিনায়ক কেন উইলিয়ামসন। ১৩তম ওভারে প্রতিপক্ষের অধিনয়াক এরাসমাসের বলে বোল্ড হন তিনি। ব্যক্তিগত ২৮ রান করে প্যাভিলিয়নের পথ ধরেন তিনি। পরের ওভারেই রান আউট হয়ে ১৭ রানে সাঝঘরে ফেরেন ডেভন কনওয়ে।

পঞ্চম উইকেটে নেমে জিমি নিশামকে সঙ্গে নিয়ে ঝড়ো ব্যাটিংয়ে দলকে ভালো সংগ্রহের দিকে নিয়ে যান গ্লেন ফিলিপস। ব্যাট হাতে দুর্দান্ত খেলে ৩৬ বলে ৭৬ রানের জুটি গড়েন এ দুইজন। ৩ ছয় ও ১ চারে ২১ বলে ৩৯ রান নিয়ে অপরাজিত ছিলেন ফিলিপস। অপরপ্রান্তে ২ ছয় ও ১ চারে ২৩ বলে ৩৫ রান নিয়ে অপরাজিত ছিলেন নিশাম।

বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, নভেম্বর ৫, ২০২১
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বাংলানিউজ টি-২০ বিশ্বকাপ-২০২১ এর সর্বশেষ