ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

বাংলানিউজ টি-২০ বিশ্বকাপ-২০২১

নিশাঙ্কা-আসালাঙ্কার ব্যাটে এগোচ্ছে শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৫ ঘণ্টা, নভেম্বর ৪, ২০২১
নিশাঙ্কা-আসালাঙ্কার ব্যাটে এগোচ্ছে শ্রীলঙ্কা

প্রথমে ব্যাট করতে নেমে ভালো শুরু করে শ্রীলঙ্কান দুই ওপেনার কুশল পেরেরা ও চারিথ আসলাঙ্কা। ব্যাট হাতে দারুণ খেলতে থাকা কুশল পেরেরার উইকেট নিয়ে লঙ্কান শিবিরে প্রথম আঘাত হানেন ক্যারিবিয় বোলার আন্দ্রে রাসেল।

তার হাতেই ক্যাচ তুলে ২১ বলে ২৯ রান করে সাঝঘরে ফেরেন কুশল পেরেরা।

এরপর ব্যাট করতে নামা আসালাঙ্কাকে নিয়ে দলের স্কোর বাড়াতে থাকেন আরেক ওপেনার পাথুম নিশাঙ্কা।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১ উইকেট হারিয়ে ৯ ওভারে শ্রীলঙ্কার সংগ্রহ ৭৭ রান।

এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে আবুদাবির শেখ জায়েদ স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ক্যারিবিয় অধিনায়ক কাইরন পোলার্ড।

এই ম্যাচে শ্রীলঙ্কান দলে এসেছে এক পরিবর্তন। লাহিরু কুমারার বদলে খেলবেন বিনুরা ফার্নান্দো। অপরদিকে পূর্বের একাদশ নিয়েই মাঠে নামবে ওয়েস্ট ইন্ডিজ।

বিশ্বকাপের এবারের আসরে চার ম্যাচের তিনটিতে হেরে আগেই বিদায় নিয়েছে শ্রীলঙ্কা। গ্রুপপর্বে চ্যাম্পিয়ন হয়ে সুপার টুয়েলভে আসলেও বেশি সুবিধে করতে পারেনি তারা। প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে জিতলেও পরের তিন ম্যাচে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের বিপক্ষে হারে লঙ্কানরা।

অপরদিকে গতবারের চ্যাম্পিয়নার এবার যেন ফর্ম খুঁজে পাচ্ছে না। ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম দুই ম্যাচ হারলেও তৃতীয় ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ঘুরে দাঁড়ায় ক্যারিবিয়রা। যে কারণে এখনও সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা রয়েছে ওয়েস্ট ইন্ডিজের। আজ শ্রীলঙ্কার বিপক্ষে জিতলেই সেমিফাইনালের কাছাকাছি চলে যাবে গেইল-পোলার্ডরা।

শ্রীলঙ্কা একাদশ: পথুম নিসাঙ্কা, কুসল পেরেরা (উইকেটরক্ষক), চারিথ আসালাঙ্কা, ভানুকা রাজাপাকসে, আবিষ্কা ফার্নান্দো, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দাসুন শানাকা (অধিনায়ক), চামিকা করুণারত্নে, দুশমন্থ চামিরা, মহেশ থিকশানা, লাহিরু কুমারা।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: কাইরন পোলার্ড (অধিনায়ক), ক্রিস গেইল, নিকোলাস পুরান (উইকেটরক্ষক), ডোয়াইন ব্র্যাভো, শিমরন হেটমায়ার, জেসন হোল্ডার, এভিন লুইস, রোস্টন চেইজ, রবি রামপল, আন্দ্রে রাসেল, আকিল হোসেন।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, নভেম্বর ৪, ২০২১
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বাংলানিউজ টি-২০ বিশ্বকাপ-২০২১ এর সর্বশেষ