ঢাকা, বৃহস্পতিবার, ১০ আশ্বিন ১৪৩২, ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০২ রবিউস সানি ১৪৪৭

বাংলানিউজ টি-২০ বিশ্বকাপ-২০২১

আজ যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৫৯, নভেম্বর ২, ২০২১
আজ যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের প্রথম তিন ম্যাচ হেরে প্রায় ছিটকে গেছে বাংলাদেশ। তবে অনেক যদি-কিন্তুর ওপর নির্ভর করে সেমিফাইনালে যাওয়ার সম্ভবনাও রয়েছে।

মঙ্গলবার সুপার টুয়েলভের চতুর্থ ম্যাচে আবুধাবিতে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একাদশে ফিরছেন শামীম হোসেন। সাকিব আল হাসানের দুর্ভাগ্যই সৌভাগ্য বয়ে এনেছে তরুণ এই ক্রিকেটারের জন্য। বিশ্বকাপ থেকে ছিটকে পড়া অলরাউন্ডারের জায়গায় বাংলাদেশের একাদশে সুযোগ পাচ্ছেন তিনি। যুব বিশ্বকাপের পর এবার বড়দের বিশ্বকাপ মঞ্চ রাঙানোর সুযোগের অপেক্ষায় শামীম।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: মোহাম্মদ নাঈম শেখ, লিটন দাস (উইকেটরক্ষক), সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন, শামীম হোসেন, মেহেদি হাসান, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান।

বাংলাদেশ সময়: ১১৫৭ ঘণ্টা, নভেম্বর ০২, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বাংলানিউজ টি-২০ বিশ্বকাপ-২০২১ এর সর্বশেষ