ঢাকা, বুধবার, ২৫ আষাঢ় ১৪৩২, ০৯ জুলাই ২০২৫, ১৩ মহররম ১৪৪৭

বাংলানিউজ টি-২০ বিশ্বকাপ-২০২১

টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের নেতৃত্বে মরগান

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:২৭, নভেম্বর ২, ২০২১
টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের নেতৃত্বে মরগান

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালে যাওয়ার পথে এক পা দিয়ে রাখল ইংল্যান্ড। সর্বশেষ শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে সুপার টুয়েলভের ম্যাচে ২৬ রানে শ্রীলঙ্কাকে হারায় ইংলিশরা।

আর এ জয়েই টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি জয়ের রেকর্গ গড়লেন ইয়ান মরগান।

এটা ছিল অধিনায়ক মরগানের ৪৩তম জয়। এর মধ্য দিয়ে ৪২টি করে জয় পাওয়া ভারতের সাবেক অধিনায়ক ধোনি ও সদ্য অবসর নেওয়া আফগানিস্তানের আসগর আফগানকে পেছনে ফেলেন তিনি।

মরগান ইংল্যান্ডকে ৬৮ ম্যাচে নেতৃত্ব দিয়ে ৪৩টিতে জয় পেয়েছেন। ধোনি ভারতকে ৭২ ম্যাচে নেতৃত্ব দিয়ে ৪২টিতে জয় পেয়েছিলেন।

এদিকে ইংল্যান্ডের হয়ে ৬৮ ম্যাচের নেতৃত্বে মরগান রান করেছেন ২ হাজার ৩৬৭টি। আর ২২৩ ওয়ানডে ৬ হাজার ৯৫৭ রান।

মরগান তার ক্যারিয়ার শুরু করেন আয়ারল্যান্ডের হয়ে। তবে ২০১২ সাল থেকে তিনি ইংল্যান্ডের হয়ে খেলছেন। ২০১৫ সাল থেকে ইংল্যান্ডের নিয়মিত অধিনায়কের দায়িত্ব পালন করছেন।

বাংলাদেশ সময়: ১১২৭ ঘণ্টা, নভেম্বর ০২, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বাংলানিউজ টি-২০ বিশ্বকাপ-২০২১ এর সর্বশেষ