ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

বাংলানিউজ টি-২০ বিশ্বকাপ-২০২১

‘সামনের বিশ্বকাপে ভালো অবস্থানে থাকবো’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪০ ঘণ্টা, নভেম্বর ১, ২০২১
‘সামনের বিশ্বকাপে ভালো অবস্থানে থাকবো’

বিশ্বকাপে ভালো অবস্থানে নেই বাংলাদেশ দল। কোনোভাবে গ্রুপপর্ব পার করে সুপার টুয়েলভে এসে প্রথম তিন ম্যাচেই হার দেখতে হয়েছে টাইগারদের।

অথচ বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মতো দলের বিপক্ষে সিরিজ জিতেছিল তারা। আর এটিকেই সবচেয়ে বড় অর্জন হিসেবে দাবি করছেন টাইগারদের হেড কোচ রাসেল ডোমিঙ্গো।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘এই মুহূর্তে দলের চারপাশে নেতিবাচক অনেক কিছুই শোনা যাচ্ছে। এমনকি কোচিং স্টাফ ও ক্রিকেটারদের নিয়েও সমালোচনা হচ্ছে। কিন্তু দল টি-টোয়েন্টিতে ১১ নম্বর থেকে ছয় নম্বরে উঠে এসেছে। যেটি বাংলাদেশ দলের জন্য বড় অর্জন। এটাই এখন পর্যন্ত তাদের সর্বোচ্চ পজিশন। আমরা জানি, আমাদের যেখানে থাকার কথা সেখানে আমরা নেই। তবে এটি রাতারাতি বদলে যাবে না। এটি একটা প্রক্রিয়া। ’

অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতে ডোমিঙ্গো দলের উন্নতি দেখছেন বলে জানান। তিনি বলেন, ‘আমরা জানি, যে আন্তর্জাতিক ক্রিকেটে ফলাফল বেশ গুরুত্বপূর্ণ। আপনি যদি টি-টোয়েন্টিতে শেষ ১২ মাসে দলের জয়ের হার দেখেন তাহলে বুঝবেন সেটা কতোটা দারুণ। আমরা বেশ কয়েকটি বড় সিরিজ জিতেছি। বিশ্বকাপজয়ী দুটো দেশের বিপক্ষে হেরে দলকে বাজেভাবে বিচার করাটা বেশ কষ্টদায়ক। ’

তরুণদের নিয়ে সাজানো বিশ্বকাপ দলের প্রশংসাও করেন ডোমিঙ্গো। অভিষেক হওয়া তরুণ ক্রিকেটারদের উপর ভরসা করে সামনের বিশ্বকাপেও ভালো করতে চান বলে জানান টাইগার কোচ। তিনি বলেন, 'দল সামনে এগিয়ে যেতে চায়। দলে বেশ কয়েকজন তরুণ ক্রিকেটার আছে যারা এই সংস্করণে ফুরিয়ে যায়নি, তাদের অবশ্যই উন্নতির জায়গাও আছে। কিন্তু আপনি যদি আমার সময়ে অভিষেক হওয়া কয়েকজন ক্রিকেটারের দিকে দেখেন, তারা কিন্তু বড় দলের বিপক্ষে ভালো পারফর্ম করেছে। এটা ইতিবাচক দিক। আরেকটি বিশ্বকাপ আছে সামনে, সেখানে আমরা ভালো কিছু করবো। ’

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, নভেম্বর ০১, ২০২১
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বাংলানিউজ টি-২০ বিশ্বকাপ-২০২১ এর সর্বশেষ