ঢাকা, শনিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

বাংলানিউজ টি-২০ বিশ্বকাপ-২০২১

মিরপুরের মাঠকে জঘন্যতম বললেন জাম্পা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪৩, নভেম্বর ১, ২০২১
মিরপুরের মাঠকে জঘন্যতম বললেন জাম্পা

বিশ্বকাপের আগে মিরপুর শের ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে হেরেছিল অস্ট্রেলিয়া। মূল দলের অনেকজন না থাকলেও সিরিজে লজ্জাজনকভাবে হারায় সমালোচনার মুখে পড়তে হয়েছিল অজিদের।

তবে এ হারের পেছনে ক্রিকেটারদের থেকেও উইকেটের অবদান বেশি বলে বোঝা যায়। যে কারণে তখন মিরপুরের মাঠ নিয়েও সমলোচনা করেছে অনেকেই।  

অস্ট্রেলিয়ার পর নিউজিল্যান্ডের বিপক্ষেও মিরপুরে টি-টোয়েন্টি সিরিজ জিতেছিল বাংলাদেশ। এমন দুর্দান্ত ফর্ম নিয়ে বিশ্বকাপে আসলেও এখন বেহাল অবস্থায় আছে তারা। যে কারণে মিরপুরের উইকেটের দিকেই সবচেয়ে বেশি সমালোচনার তীর যাচ্ছে। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন অজি স্পিনার অ্যাডাম জাম্পাও। মিরপুরের উইকেটকে জঘন্যতম বলে দাবি করেছেন তিনি।  

পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে জাম্পা বলেন, 'সেই সিরিজে ঢাকার উইকেট ছিল বিশ্বের জঘন্যতম আন্তর্জাতিক উইকেটগুলোর একটি। যা পুরোপুরি আমাদের বিপক্ষে ছিল। আমার মনে হয় না দুবাইয়ের উইকেট এতটা খারাপ হবে। '

আগামী বৃহস্পতিবার (৪ নভেম্বর) সুপার টুয়েলভের ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। সেমিতে যেতে হলে পরের দুটি ম্যাচ জয়ের পাশাপাশি অজিদের রানরেটও বাড়াতে হবে। বাংলাদেশ ম্যাচ নিয়ে জাম্পা বলেন, 'আমরা জানি যে আমরা চাপে আছি। কারণ আমাদের রান রেট তুলনামূলক কম। পরের দুটি ম্যাচ তাই আমাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ। বিশেষ করে ঠিক পরের ম্যাচটাই। আমরা বেশ মনোযোগ দিয়েই বাংলাদেশের বিপক্ষের ম্যাচটি খেলতে নামব। '

বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, নভেম্বর ০১, ২০২১
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বাংলানিউজ টি-২০ বিশ্বকাপ-২০২১ এর সর্বশেষ