ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

বাংলানিউজ টি-২০ বিশ্বকাপ-২০২১

কিশানের পর রাহুলেরও বিদায়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৬ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২১
কিশানের পর রাহুলেরও বিদায়

প্রথমে ব্যা্ট করতে নেমে ধীরগতির শুরু করে ভারত। তবে দলে জায়গা করে নিয়েও সুবিধে করতে পারেননি ইশান কিশান।

ট্রেন্ট বোল্টের বলে ড্যারিয়েল মিচেলের হাতে ক্যাচ তুলে দিয়ে ব্যক্তিগত ৪ রানে সাঝঘরে ফেরেন তিনি। কিশানের বিদায়ের পর পাওয়ার প্লের শেষ ওভারে উইকেট হারান আরেক ওপেনার কেএল রাহুল। টিম সাউথির বলে মিচেলের হাতে ক্যাচ তুলে ব্যক্তিগত ১৮ রানে বিদায় নেন তিনি।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ২ উইকেট হারিয়ে ৭ ওভারে ভারতীয়দের সংগ্রহ ৩৭ রান।  

এর আগে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন।

নিউজিল্যান্ড দলে এসেছে এক পরিবর্তন। উইকেটরক্ষক ব্যাটার টিম সেইফার্টের বদলে দলে জায়গা করে নিয়েছেন অ্যাডাম মিলনে। অপরদিকে ভারতীয় দলে এসেছে দুই পরিবর্তন। সুর্যকুমার যাদবের বদলে খেলবেন ইশান কিশান। আর ভুবনেশ্বর কুমারের বদলে জায়গা করে নিয়েছেন শার্দুল ঠাকুর।  

এর আগে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ১০ উইকেটে হারে ভারত। অপরদিকে একই দলের বিপক্ষে ৫ উইকেটে হারে নিউজিল্যান্ড। টি-টোয়েন্টি বিশ্বকাপে কেবল দুইবার মুখোমুখি হয়েছে ভারত-নিউজিল্যান্ড। দুই ম্যাচেই জয়ের স্বাদ পেয়েছিল কিউইরা।

নিউজিল্যান্ড একাদশ: মার্টিন গাপটিল, অ্যাডাম মিলনে, কেন উইলিয়ামসন (অধিনায়ক), ডেভন কনওয়ে, গ্লেন ফিলিপস (উইকেটকিপার), জিমি নিশাম, মিচেল স্যান্টনার, ড্যারিয়ের মিচেল, লুকি ফার্গুসন, ইশ সোধি, ট্রেন্ট বোল্ট।

ভারত একাদশ: বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, জসপ্রিত বুমরাহ, রবীন্দ্র জাদেজা, লোকেশ রাহুল, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), মোহাম্মদ শামি, হার্দিক পান্ডিয়া, বরুণ চক্রবর্তী, ইশান কিশান, শার্দুল ঠাকুর।

বাংলাদেশ সময়: ২০৩৬ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২১
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বাংলানিউজ টি-২০ বিশ্বকাপ-২০২১ এর সর্বশেষ