ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

বাংলানিউজ টি-২০ বিশ্বকাপ-২০২১

আসগরের বিদায়ী ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে আফগানিস্তান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৯ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২১
আসগরের বিদায়ী ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে আফগানিস্তান

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটের সবচেয়ে সফলতম অধিনায়ক আসগর আফগানের বিদায়ী ম্যাচে শুরুতে ব্যাটিংয়ে নামছে আফগানিস্তান।

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের ম্যাচে রোববার আবুধাবিতে টস জিতে ব্যাটিং বেছে নেন আফগান অধিনায়ক মোহাম্মদ নবী।

নামিবিয়ার বিপক্ষে মাঠে নামার আগে আচমকা অবসরের ঘোষণা দিয়েছেন আফগানিস্তানকে টি-টোয়েন্টিতে রেকর্ড সংখ্যক জয় এনে দেওয়া সাবেক অধিনায়ক আসগর। মাত্র ৫২ ম্যাচে আফগানদের নেতৃত্ব দিয়ে ৪২টিতেই জয় এনে দিয়েছেন তিনি। দ্বিতীয় স্থানে থাকা সাবেক ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ৭২ ম্যাচে জয়ের মুখ দেখেছেন ৪১টিতে।

নিজের শেষ আন্তর্জাতিক ম্যাচে একাদশে সুযোগ পেয়েছেন আসগর। তবে আনফিট থাকায় নেই মুজিব- উর-রহমান। তার জায়গায় এসেছেন হামিদ হাসান। অন্যদিকে নামিবিয়া মাঠে নামছে অপরিবর্তিত একাদশ নিয়েই।

এখন পর্যন্ত সুপার টুয়েলভ পর্বে দুই ম্যাচ খেলে একটিতে জিতেছে আফগানরা। অন্যদিকে নবাগত নামিবিয়া এক ম্যাচ খেলে জয়ের দেখা পেয়েছে।  

নামিবিয়া একাদশ: জেন গ্রিন (উইকেটরক্ষক), ক্রেইগ উইলিয়ামস, গেরহার্ড এরাসমাস (অধিনায়ক), ডেভিড ভিসে, মাইকেল ভন লিংগেন, জেজে স্মিট, জ্যান ফ্রাইলিঙ্ক, জ্যান নিকোল লফটি-ইটন, পিকি ইয়া ফ্রান্স, রুবেন ট্রাম্পেলমান, বার্নার্ড শোল্টজ।

আফগানিস্তান একাদশ: মোহাম্মদ নবী (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, হযরতউল্লাহ জাজাই, মোহাম্মদ শাহজাদ (উইকেটরক্ষক), আসগর আফগান, গুলবাদিন নাইব, নাজিবউল্লাহ জাদরান, করিম জানাত, রশিদ খান, হামিদ হাসান ও নাভিন উল হক।

বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বাংলানিউজ টি-২০ বিশ্বকাপ-২০২১ এর সর্বশেষ