ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

বাংলানিউজ টি-২০ বিশ্বকাপ-২০২১

বিশ্বকাপে মোস্তাফিজের লজ্জার রেকর্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৩ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২১
বিশ্বকাপে মোস্তাফিজের লজ্জার রেকর্ড

ওয়েস্ট ইন্ডিজের কাছে ৩ রানে হেরে কার্যত টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায়ঘন্টা বেজে গেছে বাংলাদেশের। দলের এমন হতশ্রী পারফরম্যান্সের দিনে লজ্জার এক রেকর্ড গড়েছেন মোস্তাফিজুর রহমান।

ক্যারিবীয়দের বিপক্ষে ২টি উইকেট পেলেও ৪ ওভারে ৪৩ রান খরচ করেছেন মোস্তাফিজ। তবে তার রেকর্ডটি হয়েছে শেষ ওভারে। ওই ওভারে ৩ ছক্কা হজম করার পাশাপাশি ১৯ রান দেন তিনি। আর ওই ৩ ছক্কার কারণেই একটি লজ্জার রেকর্ডে নাম লিখিয়েছেন বাংলাদেশের বাঁহাতি পেসার। টি-টোয়েন্টি বিশ্বকাপের এক আসরে সবচেয়ে বেশি ছক্কা হজম করার রেকর্ড এখন দ্য ফিজের দখলে।  

এর আগে ২০০৭ বিশ্বকাপে ৯টি ছক্কা হজম করেছিলেন সাবেক দক্ষিণ আফ্রিকান পেস বোলার ও বর্তমান পাকিস্তান বোলিং কোচ ভারনন ফিল্যান্ডার। চলতি বিশ্বকাপে দুই ম্যাচ হাতে রেখেই ইতোমধ্যে ১০টি ছক্কা হজম করে ফিল্যান্ডারকে হটিয়ে শীর্ষে আছেন মোস্তাফিজ।  

বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বাংলানিউজ টি-২০ বিশ্বকাপ-২০২১ এর সর্বশেষ