শেষ ২ ওভারে দরকার ২২ রান। ক্রিজে তখন সেট ব্যাটার লিটন দাস ও অভিজ্ঞ মাহমুদউল্লাহ।
টি-টোয়েন্টি বিশ্বকাপের 'ডু অর ডাই' ম্যাচে শুক্রবার শারজায় ক্যারিবীয়দের বিপক্ষে ৩ রানে হেরেছে বাংলাদেশ। শুরুতে ব্যাট করে বাংলাদেশি ফিল্ডারদের ফিল্ডিং মিসের মহড়ার সুযোগে ৭ উইকেট হারিয়ে ১৪২ রান সংগ্রহ করে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ৫ উইকেট হারিয়ে ১৩৯ রানে থামে টাইগারদের ইনিংস। এই নিয়ে তৃতীয় হারে বাংলাদেশের সেমিফাইনালে খেলার স্বপ্ন কার্যত শেষ হয়ে গেল।
১৪৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দলীয় ২৯ রানেই দুই ওপেনার সাকিব আল হাসান ও মোহাম্মদ নাঈমের উইকেট হারায় বাংলাদেশ। এরপর তিনে নেমে ধীরেসুস্থে খেলার পথ ধরেন লিটন। অন্যপ্রান্তে তখন নিয়মিত বিরতিতে উইকেটের পতন হচ্ছে। তবে ছয়ে নামা মাহমুদউল্লাহ এসেই ভালোভাবেই হাল ধরেন। লিটনকে নিয় দলকে লক্ষ্যের দিকে নিয়ে যাচ্ছিলেন তিনি। কিন্তু ৪৩ বলে ৪৪ রান করা লিটনের ওই আউটের পর রিয়াদও চাপ সামলাতে পারেননি।
রোমাঞ্চকর লড়াইয়ের শেষ ৬ বলে বাংলাদেশের দরকার ছিল ১৩ রান। মাহমুদউল্লাহ ও আফিফ মিলে প্রথম ৫ বলে তোলেন ১০ রান। শেষ বলে তাই বাউন্ডারি বা ৩ রান করলেই হতো। কিন্তু মাহমুদউল্লাহ আন্দ্রে রাসেলের শেষ বলে ব্যাটই ছোঁয়াতে পারেননি। টাইগার দলপতি ২৪ বলে ৩১ রান নিয়ে অপরাজিত থাকেন। কিন্তু জয় তুলে নেয় উইন্ডিজ।
ম্যাচ শেষে হারের কারণ খুঁজতে গিয়ে মাহমুদউল্লাহ বলেন, 'আমার মনে হয়, লিটনের উইকেটা ম্যাচ ঘুরিয়ে দেয়, কারণ আমরা দুজনেই সেট হয়েছিলাম। যদি (লিটনের শটে) ছক্কা হতো... সম্ভবত লম্বা ফিল্ডার থাকার এটাই একটা সুবিধা। কিন্তু তারপরও বলবো, আমাদের বোলাররা ভালো বোলিং করেছে, কিন্তু আমরা কিছু মিস করেছি যে কারণে ১০-১৫ রান বেশি হয়েছে। আমরা শুরুতে বেশ চেষ্টা করেছি, কিন্তু এই পিচে শট খেলা সহজ নয়। ব্যাক অব লেন্থে বল করলে রান করা বেশ কঠিন। বোলাররা ভালোই করেছে, কিন্তু ব্যাটিংটা... তবে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে, কাউকে দায়ী করতে পারি না। '
বাংলাদেশ সময়: ২০৫৭ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২১
এমএইচএম