ঢাকা, বৃহস্পতিবার, ৯ শ্রাবণ ১৪৩২, ২৪ জুলাই ২০২৫, ২৮ মহররম ১৪৪৭

বাংলানিউজ টি-২০ বিশ্বকাপ-২০২১

পাকিস্তানের দুর্দান্ত বোলিংয়ে ধুঁকছে আফগানিস্তান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪৬, অক্টোবর ২৯, ২০২১
পাকিস্তানের দুর্দান্ত বোলিংয়ে ধুঁকছে আফগানিস্তান

প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি আফগান ওপেনাররা। দ্বিতীয় ওভারে ইমাদ ওয়াসিমের বলে হযরতউল্লাহ জাজাইয়ের ফেরার পর তৃতীয় ওভারে বিদায় নেন ওপেনার মোহাম্মদ শাহজাদ।

পঞ্চম ওভারে বল করতে এসে আসগর আফগানকে ব্যক্তিগত ১০ রানে ফেরান হ্যারিস রউফ। সমান রান নিয়ে পাওয়ার প্লের শেষ ওভারে উইকেট হারান রহমানউল্লাহ গুরবাজ।

এ প্রতেবদন লেখা পর্যন্ত ৪ উইকেট হারিয়ে ৮ ওভারে আফগানিস্তানের সংগ্রহ ৫৫ রান।

এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপের ২৪তম ম্যাচে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হট ফেবারিট পাকিস্তানের মুখোমুখি আফগানিস্তান। যেখানে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আফগান অধিনায়ক মোহাম্মদ নবী।

এবারের আসরে দুর্দান্ত খেলে যাচ্ছে পাকিস্তান। নিজেদের প্রথম দুই ম্যাচে শক্তিশালী ভারত ও নিউজিল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালের খুব কাছে বাবর আজমরা। অপরদিকে প্রথম ম্যাচেই স্কটল্যান্ডকে বিশাল ব্যবধানে হারিয়ে আগেই হুমকি দিয়ে রেখেছে আফগানিস্তান। পাকিস্তানকে হারালেই রান রেটে এগিয়ে থাকার কারণে আজ পয়েন্ট টেবিলের শীর্ষে উঠতে পারে আফগানিস্তান। অপরদিকে আফগনদের হারালে বিশ্বকাপের সেমিফাইনালের খুব কাছে চলে যাবে পাকিস্তান।

পাকিস্তান একাদশ: বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, ফখর জামান, হাসান আলী, মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), ইমাদ ওয়াসিম, শাহিন আফ্রিদি, আসিফ আলী, হারিস রৌফ।  

আফগানিস্তান একাদশ: মোহাম্মদ নবী (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, হযরতউল্লাহ জাজাই, মোহাম্মদ শাহজাদ (উইকেটরক্ষক), আসগর আফগান, গুলবাদিন নাইব, নাজিবউল্লাহ জাদরান, করিম জানাত, রশিদ খান, মুজিব উর রহমান ও নাভিন উল হক।

বাংলাদেশ সময়: ২০৪৬ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২১
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বাংলানিউজ টি-২০ বিশ্বকাপ-২০২১ এর সর্বশেষ