টি-টোয়েন্টি বিশ্বকাপের ২৪তম ম্যাচে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হট ফেবারিট পাকিস্তানের মুখোমুখি আফগানিস্তান। যেখানে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আফগান অধিনায়ক মোহাম্মদ নবী।
এবারের আসরে দুর্দান্ত খেলে যাচ্ছে পাকিস্তান। নিজেদের প্রথম দুই ম্যাচে শক্তিশালী ভারত ও নিউজিল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালের খুব কাছে বাবর আজমরা। অপরদিকে প্রথম ম্যাচেই স্কটল্যান্ডকে বিশাল ব্যবধানে হারিয়ে আগেই হুমকি দিয়ে রেখেছে আফগানিস্তান। পাকিস্তানকে হারালেই রান রেটে এগিয়ে থাকার কারণে আজ পয়েন্ট টেবিলের শীর্ষে উঠতে পারে আফগানিস্তান। অপরদিকে আফগনদের হারালে বিশ্বকাপের সেমিফাইনালের খুব কাছে চলে যাবে পাকিস্তান।
পাকিস্তান একাদশ: বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, ফখর জামান, হাসান আলী, মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), ইমাদ ওয়াসিম, শাহিন আফ্রিদি, আসিফ আলী, হারিস রৌফ।
আফগানিস্তান একাদশ: মোহাম্মদ নবী (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, হযরতউল্লাহ জাজাই, মোহাম্মদ শাহজাদ (উইকেটরক্ষক), আসগর আফগান, গুলবাদিন নাইব, নাজিবউল্লাহ জাদরান, করিম জানাত, রশিদ খান, মুজিব উর রহমান ও নাভিন উল হক।
বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২১
আরইউ