ইনিংসের ১৩তম ওভারে আচমকা রিটায়ার্ড হার্ট হয়ে বিদায় নিলেন ক্যারিবীয় অধিনায়ক কাইরন পোলার্ড। পরের বলেই বিপজ্জনক আন্দ্রে রাসেলকে রান আউট করে বিদায় করলেন তাসকিন আহমেদ।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৩ ওভারে ৪ উইকেট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৬৪ রান। অবশ্য পোলার্ড আবার ব্যাটিং করতে পারবেন। পরবর্তীতে কোনো ব্যাটসম্যান রিটায়ার্ড হার্ট হলে বা আউট হয়ে গেলে আবারো তার ইনিংস আগের জায়গা থেকেই শুরু করতে পারবেন।
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বে গ্রুপ 'ওয়ান'-এ নিজেদের তৃতীয় ম্যাচে শুক্রবার শারজায় টস জিতে শুরুতে ফিল্ডিং বেছে নিয়েছে বাংলাদেশ।
'ডু অর ডাই' ম্যাচে দুই দলই একাদশে দুটি করে পরিবর্তন এনেছে। বাংলাদেশের একাদশে ইনজুরিতে ছিটকে যাওয়া নুরুল হাসান সোহানের জায়গায় এসেছেন সৌম্য সরকার। অন্যদিকে নাসুম আহমেদের বদলে একাদশে সুযোগ পেয়েছেন তাসকিন আহমেদ। নুরুলের অনুপস্থিতিতে কিপিংয়ে ফিরেছেন লিটন দাস। ওয়েস্ট ইন্ডিজ দল থেকে সিমন্স বাদ পড়েছেন। তার জায়গায় এসেছেন অভিষিক্ত রোস্টন চেজ। আবার হেইডেন ওয়ালশের জায়গায় এসেছেন জেসন হোল্ডার।
টস জিতে ফিল্ডিংয়ে নেমে মেহেদি হাসানকে দিয়ে বোলিং উদ্বোধন করায় বাংলাদেশ। ক্রিস গেইল আর এভিন লুইস সেই ওভার থেকে তোলেন ৪ রান। পরের ওভারে আসেন তাসকিন আহমেদ। পেস-স্পিনের দ্বিমুখী আক্রমণে চাপে পড়ে যায় ক্যারিবীয়রা। তৃতীয় ওভারেই আনা হয় মোস্তাফিজকে। শেষ বলে বলটি উড়িয়ে মারতে গিয়ে স্কয়ার লেগে মুশফিকুর রহিমের তালুবন্দি হন ৯ বলে ৬ রান করা এভিন লুইস।
দলীয় ১২ রানে প্রথম উইকেট হারায় উইন্ডিজ। এক ওভার পরেই মেহেদী হাসানের বলে 'দ্য ইউনিভার্স বস' গেইল (৪) আক্রমণাত্মক শট খেলতে গিয়ে বোল্ড হন। এরপর নিজের তৃতীয় ওভারে তিনে নামা শিমরন হেটমায়ারকে বিদায় করেন মেহেদী। এবার হেটমায়ারও তুলে মারেন। কিন্তু বল বাউন্ডারি লাইনের কিছুটা ভেতর থেকে তালুবন্দি করেন সৌম্য সরকার। ৭ বলে ৯ রান করেই বিদায় নেন হেটমায়ার।
প্রথম ১০ ওভারে ৩ উইকেট হারিয়ে মাত্র ৪৮ রান তুলতে পারে ওয়েস্ট ইন্ডিজ। বাউন্ডারি মাত্র ২টি!, ছক্কা নেই একটিও। এতেই বোঝা যায় টাইগারদের বোলিংয়ের সামনে কতটা অসহায় ছিলেন ক্যারিবীয় ব্যাটাররা। অধিনায়ক কাইরন পোলার্ড ও চেজের ব্যাটে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছিল উইন্ডিজ। কিন্তু সাকিব-তাসকিনরা তা হতে দেননি। বরং সবাইকে চমকে দিয়ে ১৩তম ওভারে রিটায়ার্ড হার্ট হয়ে ড্রেসিংরুমে ফেরেন পোলার্ড। পরের বলে চেজের স্ট্রেইট ড্রাইভে বল বোলার তাসকিনের হাতে লেগে নন-স্ট্রাইকিং প্রান্তের স্ট্যাম্প ভেঙে দিলে কোনো বলের মোকাবিলা করার আগেই রান আউট হয়ে ফেরেন আন্দ্রে রাসেল।
এরপর সাকিবের করা ইনিংসের ১৪তম ওভারের দ্বিতীয় বলে চেজের ক্যাচ মিস করেন মেহেদী হাসান। এক বল পরেই নিকোলাস পুরানকে স্ট্যাম্পিংয়ের ফাঁদে ফেলতে পারেননি উইকেটরক্ষক লিটন দাস।
বাংলাদেশ একাদশ: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সাকিব আল হাসান, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান, মোহাম্মদ নাঈম, মুশফিকুর রহিম, মোস্তাফিজুর রহমান, আফিফ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, সৌম্য সরকার।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: কাইরন পোলার্ড (অধিনায়ক), ক্রিস গেইল, নিকোলাস পুরান (উইকেটরক্ষক), ডোয়াইন ব্র্যাভো, শিমরন হেটমায়ার, জেসন হোল্ডার, এভিন লুইস, রোস্টন চেইজ, রবি রামপল, আন্দ্রে রাসেল, আকিল হোসেন।
বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২১
এমএইচএম