নিজের দ্বিতীয় ওভারে বিধ্বংসী ক্রিস গেইল এবং এরপর নিজের তৃতীয় ওভারে আরেক ক্যারিবীয় ব্যাটিং দানব শিমরন হেটমায়ারকে বিদায় করলেন বাংলাদেশি স্পিনার মেহেদী হাসান।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৮ ওভারে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ৩৯ রান।
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বে গ্রুপ 'ওয়ান'-এ নিজেদের তৃতীয় ম্যাচে শুক্রবার শারজায় টস জিতে শুরুতে ফিল্ডিং বেছে নিয়েছে বাংলাদেশ।
'ডু অর ডাই' ম্যাচে দুই দলই একাদশে দুটি করে পরিবর্তন এনেছে। বাংলাদেশের একাদশে ইনজুরিতে ছিটকে যাওয়া নুরুল হাসান সোহানের জায়গায় এসেছেন সৌম্য সরকার। অন্যদিকে নাসুম আহমেদের বদলে একাদশে সুযোগ পেয়েছেন তাসকিন আহমেদ। ওয়েস্ট ইন্ডিজ দলে সিমন্স বাদ পড়েছেন। তার জায়গায় এসেছেন রোস্টন চেজ। আবার হেইডেন ওয়ালশের জায়গায় এসেছেন জেসন হোল্ডার।
টস জিতে ফিল্ডিংয়ে নেমে মেহেদি হাসানকে দিয়ে বোলিং উদ্বোধন করায় বাংলাদেশ। ক্রিস গেইল আর এভিন লুইস সেই ওভার থেকে তোলেন ৪ রান। পরের ওভারে আসেন তাসকিন আহমেদ। পেস-স্পিনের দ্বিমুখী আক্রমণে চাপে পড়ে যায় ক্যারিবীয়রা। তৃতীয় ওভারেই আনা হয় মোস্তাফিজকে। শেষ বলে বলটি উড়িয়ে মারতে গিয়ে স্কয়ার লেগে মুশফিকুর রহিমের তালুবন্দি হন ৯ বলে ৬ রান করা এভিন লুইস।
দলীয় ১২ রানে প্রথম উইকেট হারায় উইন্ডিজ। এরপরের ওভারে মেহেদী হাসানের বলে 'দ্য ইউনিভার্স বস' গেইল (৪) আক্রমণাত্মক শট খেলতে গিয়ে বোল্ড হন। নিজের তৃতীয় ওভারে তিনে নামা শিমরন হেটমায়ারকে বিদায় করেন মেহেদী। এবার হেটমায়ারও তুলে মারেন। কিন্তু বল বাউন্ডারি লাইনের কিছুটা ভেতর থেকে তালুবন্দি করেন সোহানের বদলে একাদশে সুযোগ পাওয়া সৌম্য সরকার। ৭ বলে ৯ রান করেই বিদায় নেন হেটমায়ার।
বাংলাদেশ একাদশ: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সাকিব আল হাসান, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান, মোহাম্মদ নাঈম, মুশফিকুর রহিম, মোস্তাফিজুর রহমান, আফিফ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, সৌম্য সরকার।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: কাইরন পোলার্ড (অধিনায়ক), ক্রিস গেইল, নিকোলাস পুরান (উইকেটরক্ষক), ডোয়াইন ব্র্যাভো, শিমরন হেটমায়ার, জেসন হোল্ডার, এভিন লুইস, রোস্টন চেইজ, রবি রামপল, আন্দ্রে রাসেল, আকিল হোসেন।
বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২১
এমএইচএম