ঢাকা, শুক্রবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

বাংলানিউজ টি-২০ বিশ্বকাপ-২০২১

ক্যারিবীয়দের বিপক্ষে নেই সোহান, কিপিং করবেন লিটন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৩৭, অক্টোবর ২৯, ২০২১
ক্যারিবীয়দের বিপক্ষে নেই সোহান, কিপিং করবেন লিটন

ইংল্যান্ড ম্যাচের আগে অনুশীলনে তলপেটে চোট পেয়েছিলেন নুরুল হাসান সোহান। ওই চোট নিয়েই ইংলিশদের বিপক্ষে মাঠে নেমেছিলেন তিনি।

কিন্তু ব্যাট হাতে সুবিধা করতে পারেননি। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাকে নামানোর ঝুঁকি নিচ্ছে না টিম ম্যানেজমেন্ট। তার বদলে কিপিং করতে দেখা যাবে লিটন দাসকে।

বাংলাদেশ দলের টিম ম্যানেজমেন্ট সূত্রে জানা গেছে, ব্যথা বেড়ে যাওয়ায় সোহানকে ক্যারিবীয়দের বিপক্ষে খেলানো হবে না। আপাতত টিম হোটেলেই থাকবেন এই উইকেটরক্ষক-ব্যাটার। তার বদলে কিপিং করবেন কয়েক ম্যাচ ধরে রান খরায় থাকা লিটন। যদিও ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে তার খেলা নিয়েই ছিল সংশয়। কিন্তু সোহান ছিটকে যাওয়ায় লিটনের একাদশে থাকা নিশ্চিত।

গত মঙ্গলবার দুবাই আইসিসি একাডেমি মাঠে দলের অনুশীলনের সময় তাসকিন আহমেদের বলে তলপেটে চোট পান সোহান। ওই অবস্থায় তিনি ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামেন বাংলাদেশ ইনিংসের ১৩তম ওভারে। ৭৩ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে ধুঁকছে টাইগাররা। তবে ১৮ বলে তার ব্যাট থেকে আসে মাত্র ১৬ রান। শেষদিকে ব্যাট হাতে ঝড় তুলতে পারেননি তিনি। অবশ্য তার ব্যাট হাতে তার ফর্ম আশা জাগানিয়া নয়। সবশেষ ১০ ইনিংসে তার ব্যাট থেকে এসেছে মাত্র ৬৫ রান।

আজ শুক্রবার শারজায় সুপার টুয়েলভের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। দুই দলই এখন পর্যন্ত এই পর্বে দুটি করে ম্যাচ হেরেছে। ফলে সেমিফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখতে এই ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই বললেই চলে।

বাংলাদেশ সময়: ১৪৩৭ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বাংলানিউজ টি-২০ বিশ্বকাপ-২০২১ এর সর্বশেষ