ঢাকা, বৃহস্পতিবার, ২৩ আশ্বিন ১৪৩২, ০৯ অক্টোবর ২০২৫, ১৬ রবিউস সানি ১৪৪৭

বাংলানিউজ টি-২০ বিশ্বকাপ-২০২১

সেই অফ ফর্মের ওয়ার্নারই অজিদের সহজ জয় এনে দিলেন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:১৮, অক্টোবর ২৮, ২০২১
সেই অফ ফর্মের ওয়ার্নারই অজিদের সহজ জয় এনে দিলেন

বাজে ফর্মের কারণে সর্বশেষ আইপিএলের প্রথম ধাপে সানরাইজার্স হায়দ্রাবাদের নেতৃত্ব হারিয়েছিলেন। এরপর দু’দফা দল থেকেও বাদ পড়েছেন।

রাগে-ক্ষোভে এই দলটির হয়ে ভবিষ্যতে আর না খেলারও ইঙ্গিত দেন তিনি। এবার সেই ওয়ার্নারই জাতীয় দলে ফিরে এক ম্যাচ পরেই নিজের জাত চেনালেন।

বাঁহাতি এই ওপেনারের ব্যাটে ভর করেই চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৭ উইকেটের সহজ জয় তুলে নেয় অস্ট্রেলিয়া।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) বিশ্বকাপের ২২তম ম্যাচে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে বিশ্বকাপের সুপার টুয়েলভের গ্রুপ ওয়ানের ম্যাচে মুখোমুখি হয় অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কা। বাংলাদেশ সময় রাত ৮টায় ম্যাচটি শুরু হয়। বড় সংগ্রহের ইঙ্গিত দিয়েও শেষ অবধি পারেনি শ্রীলঙ্কা। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৫৪ রান করে দাসুন শানাকার নেতৃত্বে দলটি। জবাবে ব্যাট করতে নেমে ৩ উইকেট হারিয়ে ও ১৮ বল বাকি থাকতে জয়ের বন্দরে পৌঁছে যায় অজিরা।

১৫৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতেই মূলত অস্ট্রেলিয়ার জয়ের ভীত গড়া হয়ে যায়। মাত্র ৬.৫ ওভারেই ৭০ রানের জুটি গড়েন দুই ওপেনার ওয়ার্নার ও অ্যারন ফিঞ্চ। লঙ্কান স্পিনার হাসারাঙ্গা ডি সিলভা এই জুটি ভাঙেন। অজি অধিনায়ক ফিঞ্চ ২৩ বলে ৫টি চার ও ২টি ছক্কায় ৩৭ রান করে বোল্ড হন।

এরপর গ্লেন ম্যাক্সওয়েল দ্রুতই হাসারাঙ্গার দ্বিতীয় শিকারে পরিণত হয়ে মাঠ ছাড়েন। তবে স্টিভেন স্মিথকে নিয়ে আরও ৫০ রানের জুটি গড়ে জয় প্রায় নিশ্চিত করে দেন ওয়ার্নার। শেষ অবধি এই তারকা ওপেনার দাসুন শানাকার শিকারে মাঠ ছাড়েন। তিনি ৪২ বলে ১০টি চারে ৬৫ রানের অসাধারণ ইনিংস খেলেন।

স্মিথ ২৬ বলে ২৮ ও মার্কাস স্টোইনিস ৭ বলে ১৬ রানে অপরাজিত থাকেন।

টস হেরে এর আগে প্রথমে ব্যাট করতে নামা শ্রীলঙ্কার ওপেনার পাথুম নিশাঙ্কা প্যাট কামিন্সের বলে আউট হয়ে দ্রুতই ফিরে যান। তবে দ্বিতীয় উইকেট জুটিতে চরিথ আসালাঙ্কার সঙ্গে ৪৪ বলে ৬৩ রানের পার্টনারশিপ গড়ে দলীয় বড় কিছুর ইঙ্গিত দেন। কিন্তু ৮ রানের ব্যবধানে দুজনেই বিদায় নেন। অ্যাডাম জাম্পার বলে আউট হওয়া আসালাঙ্কা ২৭ বলে ৪টি চার ও একটি ছক্কায় ৩৫ করেন। আর মিচেল স্টার্কের বলে বোল্ড হওয়া পেরেরা ২৫ বলে ৪টি চার ও একটি ছক্কায় সমান ৩৫ করেন।

এরপর অন্যরা আসা-যাওয়ার মিছিলে ব্যস্ত হলেও ভানুকা রাজাপাকসে ২৬ বলে ৩৩ রানের অপরাজিত ইনিংস খেলে দলের সংগ্রহ দেড়শ পার করেন। এই ব্যাটারও চারটি চার ও একটি ছক্কা হাঁকান।

অজি বোলারদের মধ্যে ২টি করে উইকেট পান স্টার্ক, জাম্পা ও কামিন্স।

ওয়ার্নার দুর্দান্ত ব্যাটিং করলেও ৪ ওভারে মাত্র ১২ রানে ২ উইকেট নেওয়া জাম্পা ম্যাচ সেরা হন।

অস্ট্রেলিয়া এর আগে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শুভসূচনা করেছিল।  

বাংলাদেশ সময়: ২৩১৭ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বাংলানিউজ টি-২০ বিশ্বকাপ-২০২১ এর সর্বশেষ