ঢাকা, মঙ্গলবার, ১৮ ভাদ্র ১৪৩২, ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৯ রবিউল আউয়াল ১৪৪৭

বাংলানিউজ টি-২০ বিশ্বকাপ-২০২১

আমরা চ্যালেঞ্জিং স্কোর গড়তে পারিনি: মাহমুদউল্লাহ

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫১, অক্টোবর ২৭, ২০২১
আমরা চ্যালেঞ্জিং স্কোর গড়তে পারিনি: মাহমুদউল্লাহ

বিশ্বকাপে এনিয়ে টানা দুই ম্যাচে হেরে গেল বাংলাদেশ। এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে হার দিয়ে শুরু করেছিল লাল-সবুজের দল।

এদিন ইংল্যান্ডের বিপক্ষে ৮ উইকেট বড় ব্যবধানে হেরেছে মাহমুদউল্লাহ বাহিনী।

প্রথমে ব্যাট করা বাংলাদেশ নাসুম আহমেদের শেষের ঝড়ে নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে কোনোমতে ১২৪ রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে ২ উইকেট হারিয়ে ও ৩৫ বল বাকি থাকতে জয় তুলে নেয় ইংল্যান্ড।

হেরে যাওয়ার পর বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ বলেন, ‘অবশ্যই এটা আমাদের জন্য হাতাশাজনক। এমন ভালো উইকেটে আমরা চ্যালেঞ্জিং স্কোর গড়তে পারিনি। আমাদের শুরুটাও ভালো হয়নি, এমনটি বড় কোনো পার্টনারশিপও আমরা গড়তে পারিনি। যে কারণে সম্মানজনক স্কোর গড়া সম্ভব হয়নি। ’

বাংলাদেশ সময়: ২০৫১ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বাংলানিউজ টি-২০ বিশ্বকাপ-২০২১ এর সর্বশেষ