ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

বাংলানিউজ টি-২০ বিশ্বকাপ-২০২১

মাশরাফির কথাকে পাত্তা দিচ্ছেন না গিবসন-ডোমিঙ্গরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৬ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২১
মাশরাফির কথাকে পাত্তা দিচ্ছেন না গিবসন-ডোমিঙ্গরা

বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচ হারার পর থেকে বাংলাদেশ ক্রিকেট দলের সমালোচনায় মুখর সামাজিক যোগাযোগমাধ্যম। এমতাবস্থায় দলের পাশে দাঁড়িয়ে এক ফেসবুক পোস্টে কোচিং স্টাফদের দায় দিয়েছেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

কিন্তু তার কথা পাত্তা দিচ্ছেন না বলে জানিয়েছেন টাইগারদের বোলিং কোচ ওটিস গিবসন।

মাশরাফিকে দলের বাইরের কেউ উল্লেখ করে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে গিবসন বলেন, ‘এটা (মাশরাফির করা পোস্ট) নিয়ে আমার একদমই ভাবনা নেই। আমাদের বৃত্তের বাইরে কে কী বলল, তা নিয়ে কোনো আগ্রহ বা ভাবনা নেই। কোচিং গ্রুপ হিসেবে আমরা কী করছি, তা আমাদের জানা আছে। তো, দলের বাইরের কে কী বলছে, সেসবে কিছু যায়-আসে না। ’

শ্রীলঙ্কার বিপক্ষে ভালো সংগ্রহ করে হারতে হয় বাংলাদেশের। মূলত লিটন দাসের ক্যাচ মিস ও বাজে বোলিংয়ের কারণে জেতা ম্যাচ হেরে যায় টাইগাররা। বাজে বোলিংয়ের চেয়ে হারার কারণ হিসেবে ক্রিকেটপ্রেমীরা সবচেয়ে বেশি দুষছেন লিটন দাসের ক্যাচ মিসগুলো। এমতাবস্থায় লিটন দাসের পাশে এসে দাঁড়িয়েছেন গিবসন।

লিটন দাসকে সমর্থন দিয়ে টাইগারদের বোলিং কোচ বলেন, ‘আমাদের দলের বাইরে, সামাজিক যোগাযোগ মাধ্যম বা অন্য কিছু, এখানে কে কী বলছে, তা আমাদের নিয়ন্ত্রণে নেই। দলের ভেতরে বা আশেপাশে যা বলা হচ্ছে, সেটিই কেবল আমরা নিয়ন্ত্রণ করতে পারি। নিশ্চিতভাবেই আমাদের দলে ম্যাচ হারার জন্য একজনকে দায় দেওয়া হচ্ছে না। বরং ওকে সমর্থন দিচ্ছি। ’

সুপার টুয়েলভ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামীকাল বুধবার বিকেল ৪টায় ইংল্যান্ডের বিপক্ষে নামবে বাংলাদেশ।  

বাংলাদেশ সময়: ২১১৬ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২১
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বাংলানিউজ টি-২০ বিশ্বকাপ-২০২১ এর সর্বশেষ