ঢাকা, সোমবার, ১৪ আশ্বিন ১৪৩২, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৬ রবিউস সানি ১৪৪৭

বাংলানিউজ টি-২০ বিশ্বকাপ-২০২১

টস জিতে ফিল্ডিংয়ে দ. আফ্রিকা, একাদশে নেই ডি কক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫৩, অক্টোবর ২৬, ২০২১
টস জিতে ফিল্ডিংয়ে দ. আফ্রিকা, একাদশে নেই ডি কক

বিশ্বকাপের সুপার টুয়েলভে বর্তমান চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি দক্ষিণ আফ্রিকা। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা।

দক্ষিণ আফ্রিকা দলে এসেছে এক পরিবর্তন। উইকেরক্ষক কুইন্টন ডি ককের বদলে জায়গা করে নিয়েছেন রেজা হেনড্রিকস। অপরদিকে উইন্ডিজ দলেও এসেছে এক পরিবর্তন। ম্যাককয়ের বদলে জায়গা করে নিয়েছেন হেইডেন ওয়ালশ।

দক্ষিণ আফ্রিকার একাদশ: টেম্বা বাভুমা (অধিনায়ক), রেজা হেনড্রিকস, এইডেন মার্করাম, র‍্যাসি ভ্যান ডার ডুসান, ডেভিড মিলার, হেনরিক ক্ল্যাসেন, ডোয়াইন প্রিটোরিয়াস, কেশভ মহারাজ, কাগিসো রাবাদা, এনরিক নরকিয়া, তাবরেজ শামসি।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: এভিন লুইস, লেন্ডল সিমন্স, ক্রিস গেইল, শিমরন হেটমায়ার, নিকোলাস পুরান (উইকেটরক্ষক), কাইরন পোলার্ড (অধিনায়ক), আন্দ্রে রাসেল, ডোয়েন ব্রাভো, অকিল হোসেন, হেইডেন ওয়ালশ, রবি রামপাল।

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, অক্টোবর ২৬,২০২১
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বাংলানিউজ টি-২০ বিশ্বকাপ-২০২১ এর সর্বশেষ