ঢাকা, বৃহস্পতিবার, ১৬ আশ্বিন ১৪৩২, ০২ অক্টোবর ২০২৫, ০৯ রবিউস সানি ১৪৪৭

বাংলানিউজ টি-২০ বিশ্বকাপ-২০২১

ভারতের হারে পাকিস্তানি সমর্থকদের ফাঁকা গুলি, গুলিবিদ্ধ ১২

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২৬, অক্টোবর ২৫, ২০২১
ভারতের হারে পাকিস্তানি সমর্থকদের ফাঁকা গুলি, গুলিবিদ্ধ ১২

প্রথমবারের মতো বিশ্বকাপের মঞ্চে ভারতকে হারিয়েছে পাকিস্তান। আর চিরপ্রতিদ্বন্দ্বীদের ১০ উইকেটের হারের স্বাদ দিয়ে বেপরোয়া উদযাপনে মেতেছে পাকিস্তানি সমর্থকরা।

 

রীতিমতো ফাঁকা গুলি ছুঁড়ে বিজয়োৎসব? দেশটির বৃহত্তম শহর করাচিতে বন্দুকের গুলি ছুড়েই উদযাপন করা হয়েছে। এতে গুলিবিদ্ধ হয়েছেন অন্তত ১২ জন।  তাদের মধ্যে পুলিশের এক উপ-পরিদর্শকও আছেন।

এ ব্যাপারে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও টিভি জানায়, রোববার রাতে ভারতের বিপক্ষে ঐতিহাসিক ম্যাচ জয়ের পরপরই রাস্তায় নেমে আসেন উল্লসিত পাকিস্তানিরা। নেচে-গেয়ে, বাজি পুড়িয়ে বিজয় উদযাপন করেন তারা।

গুলি ছুঁড়ে পাকিস্তান দলের বিজয় উদযাপনের খবর পাওয়া গেছে করাচির সচল গোথ, ওরাঙ্গি, নিউ করাচি, গুলশান-ই-ইকবাল ও মালির এলাকায়। এর মধ্যে ওরাঙ্গিতে অজ্ঞাত দিক থেকে আসা গুলিতে আহত হন অন্তত দুজন।

স্থানীয় পুলিশ জানায়, গুলশান-ই-ইকবাল এলাকায় ফাঁকা গুলি ছোড়া ব্যক্তিদের বিরুদ্ধে অভিযানের সময় উপ-পরিদর্শক আব্দুল গনির শরীরেও একটি বুলেট আঘাত করে।

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বাংলানিউজ টি-২০ বিশ্বকাপ-২০২১ এর সর্বশেষ