ঢাকা, সোমবার, ১৪ আশ্বিন ১৪৩২, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৬ রবিউস সানি ১৪৪৭

বাংলানিউজ টি-২০ বিশ্বকাপ-২০২১

ম্যাচের বিরতিতে মাঠেই নামাজ আদায় করলেন রিজওয়ান (ভিডিও)

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০৬, অক্টোবর ২৫, ২০২১
ম্যাচের বিরতিতে মাঠেই নামাজ আদায় করলেন রিজওয়ান (ভিডিও)

বিশ্বকাপের যেকোনো ফরম্যাটে প্রথমবার চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে হারাল পাকিস্তান। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে শুধু হারানো বললে ভুল হবে, বাবর আজমরা এদিন বিরাট কোহলিদের ১০ উইকেটের হারের লজ্জাই দিল।

তবে এদিন ভারতীয় ইনিংসের সময় ভিন্ন এক দৃশ্য দেখা যায়। ১০ ওভার খেলা হওয়ার পর দলের বাকি খেলোয়াড়রা যখন বিরতিতে পানি পানে ব্যস্ত, তখন উইকেটের পাশে মাগরিবের নামাজ আদায় করে নিলেন রিজওয়ান।

রিজওয়ানের নামাজ আদায়ের এই দৃশ্যটির ভিডিও ফেসবুকে শেয়ার করেন সাবেক পাকিস্তানি স্পিডস্টার শোয়েব আখতার। মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সেই ভিডিও ক্লিপটি। অধিকাংশই প্রশংসায় ভাসান রিজওয়ানকে।

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বাংলানিউজ টি-২০ বিশ্বকাপ-২০২১ এর সর্বশেষ