ঢাকা, শনিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

বাংলানিউজ টি-২০ বিশ্বকাপ-২০২১

টি-টোয়েন্টিতে এমন হতেই পারে: মাহমুদউল্লাহ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০৯, অক্টোবর ২৪, ২০২১
টি-টোয়েন্টিতে এমন হতেই পারে: মাহমুদউল্লাহ

বিশ্বকাপের সুপার টুয়েলভে মুশফিক-নাঈমের ব্যাটে ভালো সংগ্রহ করলেও শেষ পর্যন্ত জয়ের দেখা পায়নি বাংলাদেশ। ৫ উইকেটের হার দিয়ে এই পর্ব শুরু করলো টাইগাররা।

তবে এমন হারে পরও কিছু প্রাপ্তি খুঁজে পাচ্ছেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। এই ম্যাচের ভুলগুলো শুধরে পরবর্তী ম্যাচে নজর সাইলেন্ট কিলারের।  

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মাহমুদউল্লাহ বলেন, ‘বোলিংয়ের দিক থেকে স্পিনাররা ভালো করেছে। যদিও আমরা কিছু সুযোগ হাতছাড়া করেছি। তবে টি-টোয়েন্টিতে এমন হতেই পারে। এই ম্যাচ আমাদের ব্যাটিংয়ে প্রেরণা যোগাবে। আমরা পরবর্তী ম্যাচের জন্য মুখিয়ে আছি। ’

প্রথমে ব্যাট করতে নেমে নাঈম শেখ ও মুশফিকুর রহিমের দুর্দান্ত ইনিংসে বড় লক্ষ্যই দাঁড় করায় বাংলাদেশ। কিন্তু শেষ পর্যন্ত ফিল্ডিং মিসসহ বাজে বোলিংয়ের কারণে ম্যাচটি হাতছাড়া হয়। বিষয়টি নিজেও স্বিকার করেন মাহমুদউল্লাহ রিয়াদ।  

তিনি বলেন, ‘আমি মনে করি ১৭১ রান জয়ের জন্য যথেষ্ট ছিল। লিটন দাস ও নাঈম শেখ ভালো শুরু এনে দিয়েছিল। মুশফিকুর রহিম দুর্দান্ত ইনিংস খেলেছে। ১০ম ওভার পর্যন্ত আমরা ম্যাচে ছিলাম। এরপর সবকিছু বদলে যায়। পরের ম্যাচে এই ভুলগুলো শুধরাতে হবে। ’

আগামী বুধবার (২৭ অক্টোবর) পরবর্তী ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে টাইগাররা।  

বাংলাদেশ সময়: ২১০৯ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২১
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বাংলানিউজ টি-২০ বিশ্বকাপ-২০২১ এর সর্বশেষ