ঢাকা, রবিবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

বাংলানিউজ টি-২০ বিশ্বকাপ-২০২১

বিশ্বকাপে ক্যারিবীয় স্পিনারের দুর্দান্ত ক্যাচ (ভিডিও)

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:২৪, অক্টোবর ২৪, ২০২১
বিশ্বকাপে ক্যারিবীয় স্পিনারের দুর্দান্ত ক্যাচ (ভিডিও)

বিশ্বকাপ এমন একটি আসর যেখানে দারুণ কিছু মুহূর্ত ক্যামেরাবন্দী হতে দেখা যায়। ব্যাটসম্যানদের দৃষ্টিনন্দন শট, বোলারদের নান্দনিক ডেলিভারি বা ফিল্ডারদের উঁচুমানের ফিল্ডিং সমর্থকদের মন কাড়ে।

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপও এর বাইরে নয়। শনিবার অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচে এইডেন মার্করামকে স্টিভ স্মিথের দুর্দান্ত ক্যাচ ধরতে দেখা যায়। ঠিক তার পরের ম্যাচেই ওয়েস্ট ইন্ডিজের স্পিনার আকিল হোসেন নিজের বলে ধরেন অবিশ্বাস্য ক্যাচ।

বিশ্ব চ্যাম্পিয়ন উইন্ডিজ কাল নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে বিধ্বস্ত হয়। তবে ম্যাচের সেরা মুহূর্ত নিঃসন্দেহে আকিল হোসেনের এই ক্যাচটাই।

ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৭০ বল বাকি থাকতে ৬ উইকেটে পরাজিত করে ইংল্যান্ড। প্রথমে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ ১৪.২ ওভারে ৫৫ রানে অল-আউট হয়ে যায়। জবাবে ব্যাট করতে নেমে ইংল্যান্ড ৮.২ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ৫৬ রান তুলে নেয়।

তবে ইংল্যান্ডের ব্যাটিং ইনিংসের ৬.১ ওভারে আকিল হোসেনের বল ড্রাইভ করার চেষ্টায় হাওয়ায় ভাসিয়ে বসেন লিয়াম লিভিংস্টোন। আর সেখান থেকেই নিজের বলে বাঁ-দিকে শূন্যে উড়ে এক হাতে দুর্দান্ত ক্যাচ ধরেন আকিল। তৃতীয় অম্পায়ারকে বারবার টেলিভিশ রিপ্লে দেখতে হয় আকিলের হাত মাটি ছোঁয়ার সময় বল কোনওভাবে মাঠ ছোঁয় কিনা। তবে আকিল অত্যন্ত দক্ষতার সঙ্গে বল আগলে রাখায় লিভিংস্টোনকে সাজঘরে ফিরতে হয়।

নিজের বলে আকিল জনি বেয়ারস্টোরও ফিরতি ক্যাচ ধরেন। তিনি ৪ ওভারে ২৪ রানের বিনিময়ে ২টি উইকেট দখল করেন।

বাংলাদেশ সময়: ১৩২১ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বাংলানিউজ টি-২০ বিশ্বকাপ-২০২১ এর সর্বশেষ