ঢাকা, শনিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

বাংলানিউজ টি-২০ বিশ্বকাপ-২০২১

দ. আফ্রিকাকে অল্পতেই থামিয়ে দিল অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪৪, অক্টোবর ২৩, ২০২১
দ. আফ্রিকাকে অল্পতেই থামিয়ে দিল অস্ট্রেলিয়া সংগৃহীত ছবি

অস্ট্রেলিয়ার আমন্ত্রণে শুরুতে ব্যাটিংয়ে নেমে অল্পতেই থামলো দক্ষিণ আফ্রিকা।  হ্যাজেলউড-জাম্পাদের বোলিং তোপে ৯ উইকেট হারিয়ে মাত্র ১১৮ রানের সংগ্রহ পেয়েছে প্রোটিয়ারা।

শনিবার টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্ব তথা সুপার টুয়েলভের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে দুই পুরনো প্রতিদ্বন্দ্বী দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টসে জিতে ফিল্ডিং বেছে নেয় অজিরা।

ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় ওভারে অজি পার্ট-টাইম স্পিনার গ্ল্যান ম্যাক্সওয়েলের বলে বিভ্রান্ত হয়ে বোল্ড হয়ে ফিরেছেন প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা (১২)। পরের ওভারের প্রথম বলে জশ হ্যাজেলউডের বলে উইকেটরক্ষক ম্যাথু ওয়েডের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনে নামা র‍্যাসি ভ্যান ডার ডুসান (২)।  

দ্রুত ২ উইকেট হারানোর পর রানের গতিও থমকে যায় প্রোটিয়াদের। এরপর হ্যাজেলউড নিজের দ্বিতীয় ওভারে এসে তুলে নেন দক্ষিণ আফ্রিকার বর্তমান দলটির সেরা ব্যাটার কুইন্টন ডি কককে (৭)। অবশ্য ভাগ্যকেও কিছুটা দোষ দিতে পারেন প্রোটিয়া বাঁহাতি ব্যাটার। কারণ স্ট্যাম্প ছেড়ে অফ-সাইডে এগিয়ে গিয়ে স্কুপ খেলতে চেয়েছিলেন তিনি। কিন্তু বল তার হাই প্যাডে লেগে উপরে উঠে যায় এবং ঘুরে গিয়ে তার স্ট্যাম্প ভেঙে দেয়। ওই ওভারে আর কোনো রানও আসেনি।

টপ অর্ডারের প্রথম ৩ ব্যাটার বিদায় নিলে ঘুরে এইডেন মার্করাম ও হেনরিক ক্লাসেনের ব্যাটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে দক্ষিণ আফ্রিকা। কিন্তু তাদের প্রতিরোধ ভাঙেন প্যাট কামিন্স। অষ্টম ওভারে অজি ফাস্ট বোলারের বলে অফ-স্ট্যাম্পের বাইরের বল ঘুরিয়ে লেগ সাইডে খেলতে গিয়ে ব্যাকওয়ার্ড পয়েন্টে থাকা স্টিভেন স্মিথের হাতে ক্যাচ তুলে দেন ক্লাসেন (১৩)।

ক্লাসেন বিদায় নেওয়ার পর ডেভিড মিলারকে নিয়ে ইনিংস মেরামতে মনোযোগ দেন মার্করাম। তবে হার্ড-হিটার মিলার ১৮ বল খেলে কোনো বাউন্ডারি ছাড়াই ১৬ রান করে বিদায় নেন। এরপর কার্যত দক্ষিণ আফ্রিকার ইনিংস একাই টানেন মার্করাম। তাকে সঙ্গ দিতে ব্যর্থ হন ডোয়াইন প্রিটোরিয়াস (১), কেশভ মহারাজ (০)।  

দলকে ৯৮ রানে রেখে স্টার্কের বলে ম্যাক্সওয়েলের হাতে ক্যাচ তুলে দিয়ে বিদায় নেন মার্করাম। তবে ড্রেসিং রুমে ফেরার আগে তার ব্যাট থেকে আসে ৩৬ বলে ৪০ রানের ইনিংস। ইনিংসটি তিনি ৩টি চার ও ১ ছক্কায় সাজিয়েছেন। মূলত মার্করামের বিদায়ের পর প্রোটিয়াদের সব প্রতিরোধ ভেঙে যায়। শেষদিকে কাগিসো রাবাদার অপরাজিত ২০ রানের ইনিংসে মুখ রক্ষার মতো সংগ্রহ পায় দক্ষিণ আফ্রিকা।

বল হাতে ২টি করে উইকেট তুলে নিয়েছেন হ্যাজেলউড, স্টার্ক ও জাম্পা। এছাড়া ১টি করে উইকেট গেছে মাক্সওয়েল, কামিন্সের ঝুলিতে।

বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বাংলানিউজ টি-২০ বিশ্বকাপ-২০২১ এর সর্বশেষ