আরেকটা বিশ্বকাপ খেলেই বিদায় নিতে চেয়েছিলেন টেন ডেসকাট। ৪১ বছর বয়সে তাই ফিরেছিলেন নেদারল্যান্ডসের টি-টোয়েন্টি দলে।
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডে তিন মাচের সবগুলোতে হেরে বিদায় নিয়েছে নেদারল্যান্ডস। দলের প্রথম দুই ম্যাচে সুযোগ পেলেও ছাপ রাখতে পারেননি। প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে 'ডাক' মারেন ডেসকাটে। নামিবিয়ার বিপক্ষে ব্যাটিং পাননি। শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ম্যাচে তো একাদশ থেকেই বাদ পড়েন। শেষ ম্যাচে তো তার দল মাত্র ৪৪ রানে গুটিয়ে যায়। এরপরই বিদায়ের ঘোষণা দেন ডেসকাট।
ম্যাচ শেষে অবসরের ঘোষণায় ডেসকাট বলেন, 'কঠিন একটা সফর শেষ হলো এবং এই প্রচেষ্টার অংশ হতে পারাটা অনেক আনন্দের ছিল। নেদারল্যান্ডসের প্রতিনিধিত্ব করাটা সবসময়ই ছিল দারুণ এক পাওয়া। এই দল এবং এর সাপোর্ট স্টাফ যে পেশাদারিত্ব ও নিবেদন দেখিয়েছে তা দারুণ অনুপ্রেরণার। আন্তর্জাতিক ক্রিকেটে দারুণ কিছু মুহূর্ত যে আমি উপভোগ করতে পেরেছি, তার জন্য খেলোয়াড়, কোচ ও কেএনসিবির (ক্রিকেট নেদারল্যান্ডস) সঙ্গে জড়িত সবার প্রতি আমি কৃতজ্ঞ। '
২০০৬ সালে অভিষেকের পর ৩৩ ওয়ানডে খেলে ৫ সেঞ্চুরিতে ১ হাজার ৫৪১ রান করেন ডেসকাট, ব্যাটিং গড় ৬৭। মিডিয়াম পেস বোলিংয়ে উইকেট নিয়েছেন ৫৫টি। ২৪টি-টোয়েন্টিতে ৪১ গড় ও ১৩২.৯১ স্ট্রাইক রেটে করেছেন ৫৩৩ রান। উইকেট ১৩টি।
ডেসকাট তিনবার আইসিসির সেরা অ্যাসোসিয়েট কান্ট্রি ক্রিকেটার হিসেবে পুরস্কৃত হয়েছেন। ২০১৯ সালে বিশ্বকাপ বাছাইপর্বে নেদারল্যান্ডসকে চ্যাম্পিয়ন করার পথে দলের দ্বিতীয় সর্বোচ্চ স্কোরার ছিলেন তিনি। সেবার অধিনায়ক পিটার সিলারকে তিনি জানিয়েছিলেন, আরেকটি বিশ্বকাপ খেলতে চান। পরে দলে সুযোগও পান তিনি। তবে শেষটা রাঙাতে পারলেন না একসময়ের দাপুটে এই অলরাউন্ডার।
বাংলাদেশ সময়: ১৩৪৪ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২১
এমএইচএম