নিয়মরক্ষার ম্যাচে দুর্দান্ত বোলিং করে নেদারল্যান্ডসকে ৪৪ রানেই থামিয়ে দিল শ্রীলঙ্কা। বিশ্বকাপের এবারের আসরে এটিই ছিল কোনো দলের সর্বনিম্ন সংগ্রহ।
আজ শুক্রবার (২২ অক্টোবর) আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কান অধিনায়ক দাসুন শানাকা। প্রথমে ব্যাট করতে নেমে চতুর্থ বলেই উইকেট হারান ম্যাক্স ও’ডাউড। রান আউট হয়ে ব্যক্তিগত ২ রান করে সাঝঘরে ফেরেন তিনি। এরপর বল করতে এসেই নিজের প্রথম ওভারে দুই উইকেট তুলে নেন থিকশানা। বেন কোপারকে ১০ রানে ফেরানোর পর ৫ রানে মাইবার্গকে ফেরান শ্রীলঙ্কান এই পেসার।
৩ ওভারে ৩ উইকেট হারিয়ে দিশেহারা হয়ে পড়ে নেদারল্যান্ড। থিকশানার মতো নিজের প্রথম ওভারে জোড়া উইকেটের দেখা পান ওয়ানিন্দু হাসারাঙ্গাও। ব্যক্তিগত ১১ রানে কলিন অ্যাকারমানকে ফেরানোর পর শূণ্যরানে বাস ডি লিডকে এলবিডব্লিউ করে সাঝঘরে ফেরান লঙ্কান এই বোলার। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ডাচরা। রইলফ ভ্যান ডার মারের বিদায়ের পর ব্যক্তিগত ২ রান করে সাঝঘরে ফেরেন নেদারল্যান্ড অধিনায়ক পিটার সিলারও।
দশম ওভারের প্রথম বলেই অষ্টম উইকেটের পতন ঘটে নেদারল্যান্ডের। লাহিরু কুমারার বলে এলবিডব্লিউ হয়ে ব্যক্তিগত ৮ রানেই থামে স্কট এডওয়ার্ডসের ইনিংস। ১ বল পার না হতেই ব্র্যান্ডন গ্লোভারকে নিজের দ্বিতীয় শিকার বানান লাহিরু। শেষ বলে পল ভ্যান মিকারেনকে এলবিডব্লিউ করে দলীয় ৪৪ রানেই ডাচদের ইনিংস থামিয়ে দেন লঙ্কান এই পেসার।
বাংলাদেশ সময়: ২১০৮ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২১
আরইউ