প্রথমে ব্যাট করতে নেমে চতুর্থ বলেই উইকেট হারান ম্যাক্স ও’ডাউড। রান আউট হয়ে ব্যক্তিগত ২ রান করে সাঝঘরে ফেরেন তিনি।
৩ ওভারে ৩ উইকেট হারিয়ে দিশেহারা হয়ে পড়ে নেদারল্যান্ড। থিকশানার মতো নিজের প্রথম ওভারে জোড়া উইকেটের দেখা পান ওয়ানিন্দু হাসারাঙ্গাও। ব্যক্তিগত ১১ রানে কলিন অ্যাকারমানকে ফেরানোর পর শূণ্যরানে বাস ডি লিডকে এলবিডব্লিউ করে সাঝঘরে ফেরান লঙ্কান এই বোলার। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ডাচরা। রইলফ ভ্যান ডার মারের বিদায়ের পর ব্যক্তিগত ২ রান করে সাঝঘরে ফেরেন নেদারল্যান্ড অধিনায়ক পিটার সিলারও।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৭ উইকেট হারিয়ে ৭ ওভারে ডাচদের সংগ্রহ ৪০ রান।
এর আগে নিয়মরক্ষার ম্যাচে আজ শুক্রবার (২২ অক্টোবর) আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কান অধিনায়ক দাসুন শানাকা।
বিশ্বকাপ বাছাইপর্বের ‘এ’ গ্রুপে শ্রীলঙ্কা গত ম্যাচগুলোতে ছিল দুর্দান্ত। নিজেদের প্রথম ম্যাচে নামিবিয়াকে ৭ উইকেটে হারানোর পর দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে ৭০ রানের জয় নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার টুয়েলভ নিশ্চিত করে শ্রীলঙ্কা।
অপরদিকে প্রথম দুই ম্যাচেই হার নিয়ে পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান করছে নেদারল্যান্ড। ফলে এই ম্যাচ জিতলেও শেষ বারোতে যেতে পারবে না ডাচরা। তবুও শেষ ম্যাচে জয়ের আশা নিয়েই মাঠে নেমেছে দলটি।
শ্রীলঙ্কা একাদশ: দাসুন শানাকা (অধিনায়ক), অভিষ্কা ফার্নান্দো, ভানুকা রাজাপাকসা, কুশল পেরেরা (উইকেটরক্ষক), চারিথ আসলাঙ্কা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, চামিকা করুণারত্নে, দুশমান্থা চামিরা, মহিশ থিকশানা, পাথুম নিশাঙ্কা ও লাহিরু কুমারা।
নেদারল্যান্ডস একাদশ: ম্যাক্স ওডাউড, বেন কুপার, বাস ডি লিডে, কলিন অ্যাকারম্যান, স্টেপান মাইবার্গ, রিলফ ভ্যান ডার মারে, স্কট এডওয়ার্ডস (উইকেটরক্ষক), পিটার সিলার (অধিনায়ক), পল ভ্যান মিকারেন, ফ্রেড ক্ল্যাসেন, ব্র্যান্ডন গ্লোভার।
বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২১
আরইউ