মাঠে নেমে রেকর্ডের পাতায় নাম বসানো সাকিবের পুরোনো অভ্যাস। টি-টোয়েন্টি বিশ্বকাপে এমনটিই করে যাচ্ছেন বাংলাদেশি এ অলরাউন্ডার।
বৃহস্পতিবার (২১ অক্টোবর) পাপুয়া নিউগিনির বিপক্ষে মাঠে নেমে প্রথম ওভারে দুই উইকেট নেওয়ার পর পরবর্তী দুই ওভারে দুই উইকেট তুলে নেন তিনি। ম্যাচের আগে ৩৫টি উইকেট শিকার করা সাকিব চার ওভারে শিকার করেন চারটি উইকেট। ফলে টি-টোয়েন্টি বিশ্বকাপে তার উইকেটসংখ্যা দাঁড়ায় ৩৯টি।
এতদিন টি-টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে ৩৯টি উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারের কীর্তি ছিল পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শহীদ আফ্রিদির। এবার সমান উইকেট শিকার করে পাকিস্তানি এ কিংবদন্তির সঙ্গে যৌথভাবে নাম লেখালেন তিনি। আর মাত্র একটি উইকেট পেলেই সাকিব ছাড়িয়ে যাবেন আফ্রিদিকে। আর এককভাবে এ রেকর্ডে নাম লেখাবেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।
বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২১
আরইউ