ঢাকা, শুক্রবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

বাংলানিউজ টি-২০ বিশ্বকাপ-২০২১

নাঈমের বিদায়, দলকে টানছেন সাকিব-লিটন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩৪, অক্টোবর ২১, ২০২১
নাঈমের বিদায়, দলকে টানছেন সাকিব-লিটন

প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা রাঙাতে পারেননি নাঈম শেখ। দ্বিতীয় বলে সেসে বাউর হাতে ক্যাচ তুলে শূণ্য রান নিয়েই সাঝঘরে ফেরেন তিনি।

ওয়ান রাউন্ডে নেমে দলের হাল ধরেন সাকিব আল হাসান। লিটন দাসকে সঙ্গে নিয়ে ধীরগতিতে ব্যাট করে ভালো সংগ্রহের দিকে এগোচ্ছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।  

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১ উইকেট হারিয়ে ৬ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৪৫ রান। সাকিব ১৫ রান ও লিটন ২৭ রান নিয়ে অপরাজিত আছেন।

এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপের পরবর্তী পর্বে যাওয়ার লড়াইয়ে ওমানের আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।  

গুরুত্বপূর্ণ এ ম্যাচে বাংলাদেশ ও পাপুয়া নিউগিনি দুই দলেরই সম্ভাবনা রয়েছে সুপার চূড়ান্ত পর্ব নিশ্চিত করার। টাইগারদের কাছে পিএনজি হারলে এবং স্কটল্যান্ড ওমানের কাছে হারলে, তিন দলের পয়েন্ট হবে সমান ৪ করে। পয়েন্ট সমান হলে রান রেটে এগিয়ে থাকা দল যাবে পরের রাউন্ডে। ফলে নেট রান রেটে এগিয়ে থাকায় স্কটল্যান্ডকে হারালেই সুপার টুয়েলভের টিকিট পাবে ওমান। পাপুয়া নিউগিনিকে হারালে বাংলাদেশও হবে তাদের সঙ্গী।

বাংলাদেশের একাদশ: নাঈম শেখ, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, মেহেদি হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।

পাপুয়া নিউগিনি একাদশ: আসাদ ভালা (অধিনায়ক), হিরি হিরি, লেগা সিয়াকা, চার্লস আমিনি, সেসে বাউ, নরমান ভানুয়া, সিমন আতাইকিপলিন ডর্জিয়া, কিপলিন ডোরিগা, চাদ সোপের ও কাবুয়া মোরেয়া।  

বাংলাদেশ সময়: ১৬৩৪ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২১
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বাংলানিউজ টি-২০ বিশ্বকাপ-২০২১ এর সর্বশেষ