প্রথমে ব্যাট করতে নেমে প্রথম ওভারের দ্বিতীয় বলেই উইকেট হারায় শ্রীলঙ্কা। স্টার্লিংয়ের বলে ডেলানির হাতে ক্যাচ তুলে দেন ওপেনার কুশল পেরেরা।
চাপে থাকা শ্রীলঙ্কা পরের বলেই হারায় আভিস্কা ফার্নান্দোকে। বোল্ড আউট হয়ে লিটলের দ্বিতীয় শিকার হন এই ব্যাটার। মাত্র ৮ রানে ৩ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়া লঙ্কানদের হাল ধরেন নিশাঙ্কা ও হাসারাঙ্গা। দুর্দান্ত ব্যাট করে দলকে ভালো সংগ্রহের দিকে নিয়ে যাচ্ছেন এ দুই ব্যাটার।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৩ উইকেট হারিয়ে ৬ ওভারে শ্রীলঙ্কার সংগ্রহ ৪৭ রান।
এর আগে বিশ্বকাপের মূলপর্বে ওঠার লড়াইয়ে আরব আমিরাতের শেখ জায়েদ স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আইরিশ অধিনায়ক অ্যান্ড্রু বালবির্নি।
বাছাইপর্বের প্রথম ম্যাচে নামিবিয়ার বিপক্ষে সহজ জয়ে বিশ্বকাপের মূল পর্বে যাওয়ার যাত্রা সহজ করে রেখেছে শ্রীলঙ্কা। আভিষ্কা ফার্নান্দো ও ভানুকা রাজাপাকসের ব্যাটে নিজেদের শক্তির জানান দিয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনবারের ফাইনালিস্টদের।
অপরদিকে আয়ারল্যান্ডও নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে ৭ উইকেটে হারিয়ে নিজেদের যোগ্যতার জানান দিয়েছে। সেই ম্যাচে চার বলে চার উইকেট নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে নতুন কীর্তি গড়েন দলটির পেসার ক্যাম্পার।
শ্রীলঙ্কা একাদশ: দাসুন শানাকা (অধিনায়ক), অভিষ্কা ফার্নান্দো, ভানুকা রাজাপাকসা, কুশল পেরেরা (উইকেটরক্ষক), দীনেশ চান্দিমাল, ওয়ানিন্দু হাসারাঙ্গা, চামিকা করুণারত্নে, দুশমান্থা চামিরা, মহিশ থিকশানা, পাথুম নিশাঙ্কা ও লাহিরু কুমারা।
আয়ারল্যান্ড একাদশ: পল স্টার্লিং, কেভিন ও ব্রায়ান, অ্যান্ড্রু বালবির্নি (অধিনায়ক), গ্যারেথ ডেলানি, হ্যারি টেক্টর, কার্টিস ক্যাম্পার, নিল রক (উইকেটরক্ষক), সিমি সিং, মার্ক আডায়ার, ক্রেইগ ইয়ং, জোশুয়া লিটল।
বাংলাদেশ সময়: আপডেট: ২০৩৭ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২১
আরইউ