ঢাকা, শনিবার, ১২ আশ্বিন ১৪৩২, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৪ রবিউস সানি ১৪৪৭

বাংলানিউজ টি-২০ বিশ্বকাপ-২০২১

‘যাযাবর’ ভিসের ব্যাটে ডাচদের হারালো নামিবিয়া

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫৫, অক্টোবর ২০, ২০২১
‘যাযাবর’ ভিসের ব্যাটে ডাচদের হারালো নামিবিয়া

২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার জার্সিতে খেলা ডেভিড ভিসে এবার খেলছেন নামিবিয়ার জার্সিতে। শুধু খেলছেনই না, নামিবিয়ার বিশ্বকাপ স্বপ্ন বাঁচিয়ে রাখতে বড় ভূমিকাও রাখছেন এই অলরাউন্ডার।

সর্বশেষ এই ‘যাযাবর’ ক্রিকেটারের ৬৬ রানের ইনিংসে ভর করে নেদারল্যান্ডসকে হারালো নামিবিয়া।

আবুধাবিতে বুধবার প্রথম রাউন্ডের ‘এ’ গ্রুপের ম্যাচে ডাচদের ৬ উইকেটে হারিয়েছে নামিবিয়া। আবুধাবিতে  শুরুতে ব্যাট করে ৪ উইকেট হারিয়ে ১৬৪ রান সংগ্রহ করে নেদারল্যান্ডস। জবাবে ৬ বল হাতে রেখেই জয় তুলে নেয় নামিবিয়া।

লক্ষ্য তাড়ায় নেমে শুরু থেকেই ধীরে চলো নীতিতে এগোতে থাকে নামিবিয়া। ডাচ বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে দলটির প্রথম ৩ ব্যাটারই প্রায় বলে বলে রান তুলেছেন। ৮.২ ওভারে দলটির সংগ্রহ ছিল ৩ উইকেটে ৫২ রান। ফলে লক্ষ্যটা হাতের নাগালের কিছুটা বাইরেই ছিল। কিন্তু অধিনায়ক গেরহার্ড এরাসমাস এবং ভিসে চিত্রটা পাল্টে দেন।

এরাসমাস ও ভিসে মিলে ৫১ বলে গড়েন ৯৩ রানের জুটি। মূলত এই জুটিই নামিবিয়ার পথ মসৃণ করে তোলে। ১৭তম ওভারের পঞ্চম বলে এরাসমাস যখন ২২ বলে ৪ চার ও ১ ছক্কায় ৩২ রানের ইনিংস খেলে বিদায় নেন, ততক্ষণে স্কোর বোর্ডে ১৪৫ রান তুলে ফেলেছে নামিবিয়া। বাকি কাজ জেজে স্মিটকে (১৪*) সহজেই পাড়ি দেন ভিসে। সাবেক এই প্রোটিয়া অলরাউন্ডার ৪০ বলে ৪ চার ও ৫ ছক্কায় ৬৬ রান নিয়ে অপরাজিত থাকেন।  

এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে ওপেনার ম্যাক্স ও’ডাওডের ফিফটিতে ভর করে লড়াকু সংগ্রহ গড়ে নেদারল্যান্ডস। ডাচদের জার্সিতে প্রথম ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা দুই ম্যাচে ফিফটির কীর্তি গড়েছেন তিনি।  

ওপেন করতে নেমে ও’ডাওড শেষ পর্যন্ত ৫৬ বলে ৭০ রান করেন। ইনিংসটি তিনি ৬ চার ও ১ ছক্কায় সাজিয়েছেন। ৪২ ম্যাচের ক্যারিয়ারে এটি তার অষ্টম ফিফটি। এর আগে আয়ারল্যান্ডের বিপক্ষে ৭ উইকেটে হারা প্রথম ম্যাচে দলের ১০৬ রানের মধ্যে একাই ৫১ করেছিলেন তিনি।  

শেষ ওভারে রান আউট হয়ে বিদায় নেওয়ার আগে তৃতীয় উইকেটে আকারম্যানের সঙ্গে ৮২ রানের জুটি গড়েন ও’ডাওড। ৩২ বলে ৩৫ রান করেছেন আকারম্যান। এছাড়া শেষদিকে স্কট এডওয়ার্ডস ১১ বলে ২ চার ও ১ ছক্কায় ২১ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন।

ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন দুর্দান্ত ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়ে ১ উইকেট তুলে নেওয়া ডেভিড ভিসে।

এই নিয়ে ২ ম্যাচে ১ জয় নিয়ে গ্রুপ ‘বি’-এর তিনে অবস্থান নামিবিয়ার। আর দুই ম্যাচেই হেরে যাওয়া নেদারল্যান্ডস আছে বাদ পড়ার শঙ্কায়।  

বাংলাদেশ সময়: ১৯৫৪ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বাংলানিউজ টি-২০ বিশ্বকাপ-২০২১ এর সর্বশেষ