ঢাকা, মঙ্গলবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

বাংলানিউজ টি-২০ বিশ্বকাপ-২০২১

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে আয়ারল্যান্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪৩, অক্টোবর ২০, ২০২১
শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে আয়ারল্যান্ড

বিশ্বকাপের মূলপর্বে ওঠার লড়াইয়ে আরব আমিরাতের শেখ জায়েদ স্টেডিয়ামে মুখোমুখি শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ড। যেখানে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আইরিশ অধিনায়ক অ্যান্ড্রু বালবির্নি।

 

আজ বুধবার (২০ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ৮টায় ‘এ’ গ্রুপের ম্যাচে মাঠে নামবে দুই দল। এর আগে প্রথম ম্যাচে নামিবিয়ার বিপক্ষে সহজ জয়ে বিশ্বকাপের মূল পর্বে যাওয়ার যাত্রা সহজ করে রেখেছে শ্রীলঙ্কা। আভিষ্কা ফার্নান্দো ও ভানুকা রাজাপাকসের ব্যাটে নিজেদের শক্তির জানান দিয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনবারের ফাইনালিস্টদের।

অপরদিকে আয়ারল্যান্ডও নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে ৭ উইকেটে হারিয়ে নিজেদের যোগ্যতার জানান দিয়েছে। সেই ম্যাচে চার বলে চার উইকেট নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে নতুন কীর্তি গড়েন দলটির পেসার ক্যাম্পার।

শ্রীলঙ্কা একাদশ: দাসুন শানাকা (অধিনায়ক), অভিষ্কা ফার্নান্দো, ভানুকা রাজাপাকসা, কুশল পেরেরা (উইকেটরক্ষক), দীনেশ চান্দিমাল, ওয়ানিন্দু হাসারাঙ্গা, চামিকা করুণারত্নে, দুশমান্থা চামিরা, মহিশ থিকশানা, পাথুম নিশাঙ্কা ও লাহিরু কুমারা।

আয়ারল্যান্ড একাদশ: পল স্টার্লিং, কেভিন ও ব্রায়ান, অ্যান্ড্রু বালবির্নি (অধিনায়ক), গ্যারেথ ডেলানি, হ্যারি টেক্টর, কার্টিস ক্যাম্পার, নিল রক (উইকেটরক্ষক), সিমি সিং, মার্ক আডায়ার, ক্রেইগ ইয়ং, জোশুয়া লিটল।

বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২১
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বাংলানিউজ টি-২০ বিশ্বকাপ-২০২১ এর সর্বশেষ