ঢাকা, সোমবার, ১৪ আশ্বিন ১৪৩২, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৬ রবিউস সানি ১৪৪৭

বাংলানিউজ টি-২০ বিশ্বকাপ-২০২১

যেসব সমীকরণের সামনে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২২, অক্টোবর ২০, ২০২১
যেসব সমীকরণের সামনে বাংলাদেশ

স্কটল্যান্ডের কাছে হেরে যাওয়ার পর প্রথম পর্ব থেকেই বিদায়ের শঙ্কায় পড়েছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচে ওমানকে হারানোর পর সুপার টুয়েলভ অভিযানে ভালোভাবেই টিকে রইল টাইগাররা।

কিন্তু নিজেদের দ্বিতীয় ম্যাচে পাপুয়া নিউগিনিকে হারিয়ে সমীকরণ জটিল করে তুলেছে স্কটল্যান্ড।

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডের ‘বি’ গ্রুপে টানা দুই জয়ের পর স্কটল্যান্ড এখন তালিকার শীর্ষে আছে। ৪ পয়েন্ট পাওয়া স্কটিশদের নেট রান রেট +০.৫৭৫। অন্যদিকে ওমানকে হারানোর পরও বাংলাদেশ নেট রান রেটে পিছিয়ে থাকায় আছে তিনে। দুইয়ে থাকা ওমানের পয়েন্ট ২ আর নেট রান রেট +০.৬১৩। সমান ২ পয়েন্ট পাওয়া বাংলাদেশের রান রেট +০.৫০০, পাপুয়া নিউগিনির -১.৮৬৭।

শেষ ম্যাচে ওমানের মুখোমুখি হবে স্কটল্যান্ড আর বাংলাদেশ খেলবে পাপুয়া নিউগিনির বিপক্ষে। মঙ্গলবার বাংলাদেশ হারলে সুপার টুয়েলভ নিশ্চিত হয়ে যেত স্কটল্যান্ড এবং ওমানের। তবে বাংলাদেশ জেতায় সমীকরণ মিলবে এখন শেষ দিনে।

শেষ দিনে বাংলাদেশ পাপুয়া নিউগিনিকে হারালে এবং স্কটল্যান্ড ওমানের কাছে হারলে, তিন দলের পয়েন্ট হবে সমান ৪ করে। পয়েন্ট সমান হলে রান রেটে এগিয়ে থাকা দল যাবে পরের রাউন্ডে। ফলে নেট রান রেটে এগিয়ে থাকায় স্কটল্যান্ডকে হারালেই সুপার টুয়েলভের টিকিট পাবে ওমান। পাপুয়া নিউগিনিকে হারালে বাংলাদেশও হবে তাদের সঙ্গী। আর স্কটল্যান্ড যদি ওমানকে হারায় সেক্ষেত্রে নেট রান রেট কোনো কাজে আসবে না।

বাংলাদেশ সময়: ১৯২১ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বাংলানিউজ টি-২০ বিশ্বকাপ-২০২১ এর সর্বশেষ