টি-টোয়েন্টি বিশ্বকাপে রীতিমতো উড়ছে স্কটল্যান্ড। বাংলাদেশকে হারানোর পর আজ মঙ্গলবার (১৯ অক্টোবর) পাপুয়া নিউগিনিকেও হারাল তারা।
বিগুনি এবং কালো রংয়ের সংমিশ্রণে স্কটল্যান্ডের দারুণ এই জার্সি ডিজাইন করেছেন রেবেকা ডাউনি নামক এক স্কুল পড়ুয়া মেয়ে। বিশ্বকাপে অন্যন্য দলের জার্সির সঙ্গে তুলনা করলে এই জার্সিটি সেরার তালিকায় থাকবে।
এক বিবৃতিতে জার্সি ডিজাইনারের নাম উল্লেখ করে ক্রিকেট স্কটল্যান্ড জানায়, 'স্কটল্যান্ডের জার্সি ডিজাইন করেছে ১২ বছর বয়সী রেবেকা ডাউনি। সে আমাদের প্রথম খেলা টিভিতে দেখেছে, সে যে ডিজাইনটা করেছে তা গর্বের। আবারো ধন্যবাদ রেবেকা। '
এর আগে বিশ্বকাপের জন্য প্রায় ২০০ স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের কাছ থেকে জার্সির ডিজাইন চেয়েছিল ক্রিকেট স্কটল্যান্ড। তাদের মধ্য থেকে মনোনীত হয় রেবেকার করা এই ডিজাইনটি। আর বাছাইপর্বের দ্বিতীয় ম্যাচে পাপুয়া নিউগিনির বিপক্ষে খেলতে নামার আগে সামাজিক যোগাযোগমাধ্যমে মেয়েটির ছবিসহ জার্সি ডিজাইনারকে প্রকাশ করে ক্রিকেট স্কটল্যান্ড।
বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২১
আরইউ