বিশ্বকাপ বাছাইপর্বে বাংলাদেশের বিপক্ষে জয়ের পর এবার পাপুয়া নিউগিনিকে ১৭ রানে হারাল স্কটল্যান্ড। ওমানের আল আমেরাত স্টেডিয়ামে প্রথম ইনিংসে বেনিংটনের দুর্দান্ত ব্যাটিংয়ে ১৬৫ রান সংগ্রহ করে স্কটিশরা।
‘বি’ গ্রুপর ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে উড়ন্ত শুরু করে স্কটিশ ওপেনার জর্জ মুনসে ও কাইল কোয়েটজার। কিন্তু তৃতীয় ওভারে ব্রেকথ্রু এনে দেন কাবুয়া মোরেয়া। দুর্দান্ত এক স্লোয়ারে স্কটিশ অধিনায়ককে ব্যক্তিগত ৬ রানে সাঝঘরে ফেরান তিনি। পরের ওভারেই ১৫ রান করে উইকেট হারান আরেক ওপেনার মুনসে।
তৃতীয় উইকেটে নেমে দলের হাল ধরেন ম্যাথিউ ক্রস। তাকে সঙ্গ দিয়ে বড় সংগ্রহের দিকে এগিয়ে যান রিচি বেরিংটন। কিন্তু ১৫তম ওভারে থামতে হয় ক্রসকে। ২ ছয় ও ২ চারে ৪৫ রান করে প্যাভিলিয়নে ফেরেন তিনি।
এরপর ম্যাকলয়েডকে সঙ্গে নিয়ে বড় সংগ্রহের দিকে এগিয়ে যান বেরিংটন। ১৬তম ওভারে অর্ধশতক তুলে নেন তিনি। ১৯তম ওভারে ম্যাকলয়েডকে আউট করে ব্রেকথ্রু আনেন সোপার। এক বল পরেই উইকেট হারান স্কটিশদের সর্বোচ্চ স্কোরার বেরিংটন। ৬টি চার ও ৩টি ছক্কায় ৭০ রানের দুর্দান্ত ইনিংস খেলে বিদায় নেন তিনি।
শেষ ওভারে ব্যাট করতে নেমে একের পর এক উইকেট হারায় স্কটিসরা। ব্যক্তিগত ২ রানে গ্রিভস আউট হওয়ার এক বল পরেই ৯ রান করে সাঝঘরে ফেরেন লিস্ক। শেষ ২ বলে ড্যাভে ও ওয়াট শূণ্য রানে আউট হওয়ার পর ১৬৬ রানেই থামে স্কটল্যান্ডের ইনিংস। পিএনজির হয়ে ৩১ রান খরচায় সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেন মোরেয়া। ২৪ রান খরচায় ৩ উইকেট তুলে নেন সোপার।
জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে পিএনজি। দ্বিতীয় ওভারে ওপেনার টনি উরাকে হারানোর পর ব্যক্তিগত ৯ রান করে সাঝঘরে ফিরেন লেগা সিয়াকাও। পরের ওভারেই উইকেট হারান দলকে টেনে নেয়া আসাদ ভালা। ব্যক্তিগত ১৮ রান করে অধিনায়কের বিদায়ের পর ষষ্ঠ ওভারে রান আউট হন চার্লস আমিনি। একই ওভারের শেষ বলে ২ রান করে বিদায় নেন সিমন আতাই।
পাওয়ার প্লে’তে ৫ উইকেট হারিয়ে বিপাকে থাকা পিএনজির হাল ধরেন সেসে বাউ ও নরমান বানুয়া। ১২তম ওভারে সেসে বাউ উইকেট হারালে ভাঙ্গে এই জুটি। ১ ছয় ও ১ চারে ২৪ রান করে সাঝঘরে ফিরেন তিনি। এরপর দলের হয়ে লড়ে যান বানুয়া। তাকে সঙ্গ দিয়ে দুর্দান্ত ব্যাটিং করেন দোরিজা। ২৮ বলে ৫৩ রানের জুটি গড়েন তারা। ১৭তম ওভারে ওয়াটের বলে ব্যক্তিগত ১৮ রান করে উইকেট হারান দোরিগা।
অর্ধশতক হাঁকানোর আশায় ব্যাট করতে যাওয়া ভানুয়া বাজে শটে ড্যাভের বলে উইকেট হারান। ২ চার ও ২ ছয়ে ৩৭ বল খরচায় ৪৭ রান করে বিদায় নেন তিনি। এরপর আর সুবিধা করতে পারেনি পিএনজি। পোকানার রান আউট হলে শেষদিকে দুর্দান্ত ব্যাট করা সোপার সাঝঘরে ফিরেন ব্যক্তিগত ১৬ রান করে। ফলে ১৪৮ রানেই গুটিয়ে যায় পিএনজি। স্কটল্যান্ডের হয়ে ১৮ রান খরচায় সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেন জস ড্যাভে।
বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২১
আরইউ