টি-টোয়েন্টি ক্রিকেটে বহুদিন হলো ইনিংস উদ্বোধন করেন বিরাট কোহলি। তবে এই পজিশনে তার সাম্প্রতিক ফর্ম ও অন্য ওপেনারদের কথা মাথায় রেখে টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনে খেলার কথা জানালেন ভারতীয় অধিনায়ক।
সদ্য শেষ হওয়া আইপিএলে লোকেশ রাহুল কিংস ইলিভেন পাঞ্জাবের হয়ে উদ্বোধন করে দারুণ সাফল্য পেয়েছেন। অন্যদিকে ভারতীয় ওপেনিংয়ে এক কথায় অটো চয়েজ রোহিত শর্মা।
এ প্রসঙ্গে কোহলি বলেন, ‘রাহুলের পারফরম্যান্স বিচার করলে টপ অর্ডারে তাকে ছাড়া চিন্তা করা যায় না। আর রোহিতকে তো এই পজিশনে সবচেয়ে বেশি মানায়। তাই আমি তিনে ব্যাটিং করবো। ’
কোহলি অবশ্য নিজের আগের তিন টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনেই ব্যাটিং করেছেন। যেখানে ২০১৪ সালে হয়েছিলেন সর্বোচ্চ রান সংগ্রাহক। আর ২০১৬ আসরে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক।
আগামী ২৪ অক্টোবর দুবাইতে সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে ভারত।
বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২১
এমএমএস