ঢাকা, বৃহস্পতিবার, ১০ আশ্বিন ১৪৩২, ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০২ রবিউস সানি ১৪৪৭

বাংলানিউজ টি-২০ বিশ্বকাপ-২০২১

বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক ক্যাম্পারের ৪ বলে ৪ উইকেট

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০৩, অক্টোবর ১৮, ২০২১
বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক ক্যাম্পারের ৪ বলে ৪ উইকেট

দলীয় ১০ম ওভারে কার্টিস ক্যাম্পার এলেন নিজের দ্বিতীয় ওভার করতে। আর এই ওভারেই বাজিমাত করলেন।

চলমান বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক তুলে নিলেন। এতেই থেমে নেই, দ্বিতীয় থেকে পঞ্চম বলেও উইকেট ভাঙলেন এই ডান হাতি পেসার। অর্থাৎ ৪ বলে ৪ উইকেট।

দ্বিতীয় বলে ক্যাম্পার কলিন অ্যাকারম্যানকে উইকেটরক্ষক নেইল রকের ক্যাচে ফেরান। তৃতীয় বলে এলবির ফাঁদে ফেলেন ডাচ ইতিহাসে সবচেয়ে সফল ব্যাটসম্যান রায়ান টেন ডয়েসকাটেকে। নতুন ব্যাটসম্যান স্কট অ্যাওয়ার্ডসকেও এলবির আবেদন জানান, তবে আম্পায়ার আউট না দিলে রিভিউয়ের আবেদন জানানো হয়। আর সেখান থেকেই তৃতীয় আম্পায়ার আউট দিলে হ্যাটট্রিক পূরণ করেন ক্যাম্পার। নিজের পঞ্চম বলে রোয়েলফ ভ্যান ডার মারিউইকে সরাসরি বোল্ড করেন।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত নেদারল্যান্ডস ১০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৫২ রানে ধুঁকছে।

এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্বে মুখোমুখি হয় আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডস। যেখানে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে সিদ্ধান্ত নেন ডাচ অধিনায়ক পিটার সিলার।

সোমবার (১৮ অক্টোবর) আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে ‘এ’ গ্রুপের ম্যাচে মাঠে নামে দুদল। ম্যাচটি বাংলাদেশ সময় বিকেল ৪টা শুরু হয়।

আয়ারল্যান্ড একাদশ: পল স্টার্লিং, কেভিন ও ব্রায়ান, অ্যান্ড্রু বালবির্নি (অধিনায়ক), গ্যারেথ ডেলানি, হ্যারি টেক্টর, কার্টিস ক্যাম্পার, নিল রক (উইকেটরক্ষক), সিমি সিং, মার্ক আডায়ার, বেঞ্জামিন হোয়াইট, জোশুয়া লিটল।

নেদারল্যান্ডস একাদশ: ম্যাক্স ওডাউড, বেন কুপার, বাস ডি লিডে, কলিন অ্যাকারম্যান, রায়ান টেন ডসকাটে, স্কট এডওয়ার্ডস (উইকেটরক্ষক), রওলফ ভ্যান ডার মারিউ, পিটার সিলার (অধিনায়ক), লোগান ভ্যান বেক, ফ্রেড ক্ল্যাসেন, ব্র্যান্ডন গ্লোভার।

বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বাংলানিউজ টি-২০ বিশ্বকাপ-২০২১ এর সর্বশেষ