নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে ৬ রানের হার দিয়ে বিশ্বকাপ শুরু করেছে বাংলাদেশ। তবে শুধু পরাজয়ই নয়, একই সঙ্গে লজ্জার একটি রেকর্ডও গড়েছে দলটি।
টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম দল হিসেবে বাংলাদেশ ২০ ম্যাচে হারের স্বাদ পেয়েছে। ২০০৭ সাল থেকে কাল পর্যন্ত মোট ২৬টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। এই ২৬ ম্যাচে বাংলাদেশ জিতেছে পাঁচটিতে, পরিত্যক্ত হয়েছে একটি। আর বাদবাকি ২০ ম্যাচেই পরাজয় বরণ করতে হয়েছে।
টি-টোয়েন্টিতে বাংলাদেশের পারফরম্যান্স খুব খারাপ। বিশ্বকাপে তো আরও করুণ। ২০০৭ সালে জয় দিয়ে বিশ্বকাপ শুরু করে পরের চার ম্যাচেই হেরেছিল বাংলাদেশ। ২০০৯ থেকে ২০১২—এই তিন বিশ্বকাপে দুটি করে ম্যাচ খেলে সব কটিতেই হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে। বাংলাদেশের থেকে বাজে অবস্থায় আছে শুধু পাপুয়া নিউগিনি, সংযুক্ত আরব আমিরাত ও হংকং।
বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২১
এমএমএস