ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

বাংলানিউজ টি-২০ বিশ্বকাপ-২০২১

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ফিল্ডিংয়ে স্বাগতিকরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৮ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২১
বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ফিল্ডিংয়ে স্বাগতিকরা

জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা উঠলো বিশ্বকাপের। উদ্বোধনী ম্যাচে আজ রোববার (১৭ অক্টোবর) মাসকটের আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে পাপুয়া নিউগিনিকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে স্বাগতিক ওমান।

 

প্রথমবারের মতো বিশ্বকাপের এবারের আসরে খেলতে নেমেছে পাপুয়া নিউগিনি। অপরদিকে ২০১৬ সালের পর দ্বিতীয়বারের মতো এ টুর্নামেন্টে খেলতে নেমেছে স্বাগতিক ওমান।

টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরটি ভারতের মাটিতে হওয়ার কথা থাকলেও করোনার কারণে এটি এখন ওমান ও সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হচ্ছে। তবে পুরো বিশ্বকাপের আয়োজক ভারতীয় ক্রিকেট বোর্ডই (বিসিসিআই) থাকছে। এবারের আসরে মোট ১৬ দল অংশ নিচ্ছে। বাছাই পর্বের দুটি গ্রুপে রয়েছে ৮টি দল। আর সুপার টুয়েলভের দুই গ্রুপে আছে ৮ দল।

পাপুয়া নিউগিনি একাদশ: আসাদ ভালা (অধিনায়ক), চার্লস আমিনি, সিমন আতাই, সেসে ভাউ, কিপলিং ডরিগা (উইকেটরক্ষক), নোসাইনা পুকানা, ড্যামিয়ান রাভো, লেগা সিয়াকা, টনি উরা, কাবুয়া মুরেয়া ও নরম্যান ভানুয়া।

ওমান একাদশ: জিশান মাকসুদ (অধিনায়ক), আকিব ইলিয়াস, জতিন্দর সিং, কাশ্যপ প্রজাপতি, খাওয়ার আলি, মোহাম্মদ নাদিম, আয়ান খান, সন্দিপ গোউদ, কলিমুল্লাহ, বিলাল খান ও নাসিম খুশি।

বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২১
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বাংলানিউজ টি-২০ বিশ্বকাপ-২০২১ এর সর্বশেষ

welcome-ad