ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

বাংলানিউজ টি-২০ বিশ্বকাপ-২০২১

বাংলাদেশকে পিএনজি-ওমানের সঙ্গে তুলনা!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৫ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০২১
বাংলাদেশকে পিএনজি-ওমানের সঙ্গে তুলনা!

শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আসরের প্রথম দিনই বাংলাদেশ মোকাবিলা করবে স্কটল্যান্ডের।

গ্রুপ পর্বে টাইগারদের তিন প্রতিপক্ষের মধ্যে সবচেয়ে বড় প্রতিপক্ষ স্কটিশরাই। তবে অভিজ্ঞতা আর সামর্থ্য বিবেচনায় বাংলাদেশই এগিয়ে থাকার কথা। কিন্তু স্কটল্যান্ড কোচ শেন বার্গার ওমান কিংবা পাপুয়া নিউগিনির চেয়ে বাংলাদেশকে বড় করে দেখছেন না।  

টি-টোয়েন্টির র‍্যাংকিংয়ে এই মুহূর্তে বাংলাদেশের অবস্থান ছয়ে। অন্যদিকে স্কটল্যান্ডের অবস্থান চতুর্দশ স্থানে। কিন্তু এই পার্থক্য খেলার মাঠে কাজে আসবে না বলে ধারণা স্কটল্যান্ড কোচের। তার মতে, এই ফরম্যাটে ছোট দল বা বড় দলে পার্থক্য খুব সামান্য। তিনি বলেন, ‘সেরাটা খেলতে পারলে আমরা যেকোনো দলকে হারানোর ক্ষমতা রাখি। সংক্ষিপ্ত এই ফরম্যাটে বড় দল ছোট দলের মধ্যে ব্যবধান খুব একটা থাকে না। আমরা ঠিকমতো খেলতে পারলে যে কাউকে হারাতে পারব, সেটা বাংলাদেশ, ওমান কিংবা পাপুয়া নিউগিনি যে দলই হোক না কেন। ’

বাংলাদেশ সম্পর্কে স্কটল্যান্ড কোচ আরো বলেন, ‘গ্রুপের খেলায় আমরা বাংলাদেশকে পাপুয়া নিউগিনি কিংবা ওমান থেকে খুব বড় করে দেখছি না। এতটুকু বলতে পারি আমরাই ওদের সবথেকে বড় ও কঠিন প্রতিপক্ষ। আমরা আমাদের দিকেই দেখছি, আমরা চাই স্কটল্যান্ড নিজেদের মতো খেলুক, তাহলে কোনো প্রতিপক্ষই সমস্যা হবে না। ’

ওমানের আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে আগামীকাল বাংলাদেশ সময় রাত ৮টায় গড়াবে ম্যাচটি।  

বাংলাদেশ সময়: ১৫১৪ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বাংলানিউজ টি-২০ বিশ্বকাপ-২০২১ এর সর্বশেষ