ঢাকা, বৃহস্পতিবার, ১০ আশ্বিন ১৪৩২, ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০২ রবিউস সানি ১৪৪৭

বাংলানিউজ টি-২০ বিশ্বকাপ-২০২১

বিশ্বকাপে ভারতীয় পরামর্শক ধোনি কোনো পারিশ্রমিক নেবেন না

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৪৭, অক্টোবর ১৩, ২০২১
বিশ্বকাপে ভারতীয় পরামর্শক ধোনি কোনো পারিশ্রমিক নেবেন না

আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দল ঘোষণার দিনই দলের পরামর্শক হিসেবে মহেন্দ্র সিং ধোনির নাম জানায় বিসিসিআই। তবে অনেকের মনেই প্রশ্ন ছিল দেশটির সাবেক সফল অধিনায়ক এই কাজের জন্য কত পারিশ্রমিক হাঁকিয়েছেন?

কিন্তু সবাইকে ভুল প্রমাণ করে চমক দিলেন ধোনি।

দলের পরামর্শক হিসেবে একটি অর্থও নিচ্ছেন না ভারতের হয়ে বৈশ্বিক সব শিরোপা জেতা এই তারকা।

এ বিষয়ে সবাদসংস্থা এএনআইকে বিসিসিআই সেক্রেটারি জয় শাহ বলেন, ‘ধোনি ভারতীয় দলের সঙ্গে কাজ করার জন্য পারিশ্রমিক হিসেবে একটি টাকাও নিচ্ছে না। এমনিতেই দায়িত্ব নেওয়ায় আমরা ওর প্রতি কৃতজ্ঞ। তার উপর ধোনি একটা টাকাও নিচ্ছে না। ’

জয় শাহ আরো বলেন, 'আমার প্রস্তাবে ধোনির কোনো আপত্তি ছিল না। সে খুশি মনেই টি-টোয়েন্টি বিশ্বকাপে জাতীয় দলের মেন্টর হতে রাজি হয়ে যায়। দলের অধিনায়ক, সহ-অধিনায়ক এবং কোচ রবি শাস্ত্রীর সঙ্গেও আমরা কথা বলেছিলাম। সবাই একমত ছিল। বোর্ডের প্রস্তাব ধোনি গ্রহণ করায় আমরা সবাই খুশি। সে আরও একবার জাতীয় দলে গুরুত্বপূর্ণ অবদান রাখতে প্রস্তুত। শাস্ত্রী এবং অন্যান্য সাপোর্ট স্টাফদের সঙ্গে থেকে ধোনি জাতীয় দলের দিক নির্দেশনার কাজ করবে। '

বাংলাদেশ সময়: ১১৪৬ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বাংলানিউজ টি-২০ বিশ্বকাপ-২০২১ এর সর্বশেষ