ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

বাংলানিউজ টি-২০ বিশ্বকাপ-২০২১

নামাজ ছেড়ে দিলে রোজা নষ্ট হয়ে যাবে কি?

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৫ ঘণ্টা, জুন ২, ২০১৮
নামাজ ছেড়ে দিলে রোজা নষ্ট হয়ে যাবে কি? অপার মহিমার রমজান

অপার মহিমার মাস রমজান। আত্মশুদ্ধি-আত্মগঠনের এ মাসে মহান আল্লাহ তায়ালার সন্তোষ অর্জনের জন্য ইবাদত-বন্দেগিতে মশগুল থাকেন ধর্মপ্রাণ মুসল্লিরা। রমজান মাসকে সঠিকভাবে পালনে করণীয় ও বর্জনীয়সহ নানা বিষয়ে জানার থাকে মুসল্লিদের। 

এজন্য মাহে রমজানে বাংলানিউজের বিশেষ আয়োজন ‘আপনার জিজ্ঞাসা’। এই আয়োজনের মাধ্যমে ([email protected] ঠিকানায় ইমেইল করে) পাঠক তার রমজান বিষয়ক প্রশ্ন করে জেনে নিতে পারেন উত্তর।

পবিত্র কোরআন ও হাদিস শরিফের আলোকে পাঠকের জিজ্ঞাসার উত্তর দেবেন বিশিষ্ট মুফাসসিরে কুরআন ও গণমাধ্যম ব্যক্তিত্ব মাওলানা সেলিম হোসাইন আজাদী।
 
প্রশ্নকর্তা: সেরাজুল ইসলাম, ঢাকা।
প্রশ্ন ১: রোজার সময়ে নামাজ ছেড়ে দিলে রোজা নষ্ট হয়ে যাবে কি?
উত্তর: রোজা হয়ে যাবে তবে নামাজ ছেড়ে দেওয়ার কারণে শাস্তি পেতে হবে।

প্রশ্ন ২: রোজার সময় অজুতে কুলি করার পর যে পানি মুখে থেকে যায় তা কী করতে হবে?
উত্তর: যতটা সম্ভব ফেলে দিতে হবে তার পরও মুখে কিছু পানি থেকে গেলে তা পেটে প্রবেশ না করলে রোজার কোনো ক্ষতি হবে না।
 
প্রশ্নকর্তা: মো. মাহবুব হাসান, ঢাকা।
প্রশ্ন: রমজান মাসে সহবাস করা যাবে কি? গেলে নিয়ম কী?
উত্তর: যাবে। তবে রোজা থাকাকালে নয়। ইফতারির পর ও সেহরির শেষ সময়ের পূর্ব পর্যন্ত করা যাবে।

প্রশ্নকর্তা: মো. মাহমুদুর রহমান লেনিন, ঢাকা।
প্রশ্ন: তারাবির নামাজ কুরআন দেখে পড়া যাবে?
উত্তর: না, এটা পড়া যাবে না।

প্রশ্নকর্তা: মো. বিল্লাল হোসেন, পাহাড়পুর, মিরপুর, কুষ্টিয়া।
প্রশ্ন: রোজা রাখা অবস্থায় টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করলে রোজার ক্ষতি হবে কি?
উত্তর: যদি টুথপেস্টের অংশ পেটের ভেতর প্রবেশ করে তবে রোজা ভেঙ্গে যাবে, তাই না করাই উত্তম।

আরও পড়ুন>>
** 
গর্ভবতী নারী রোজা ভাঙতে পারবে কি?
 
প্রশ্নকর্তা: আজহারুল হক, ঢাকা।
প্রশ্ন: চোখ শুষ্ক হয়ে যায় বলে চিকিৎসকরা আমাকে প্রতিদিন সকাল-বিকাল আই জেল দেওয়ার পরামর্শ দিয়েছেন। আমি কি রমজানে এটা ব্যবহার করতে পারি?
উত্তর: যদি তা পেটের মধ্যে প্রবেশ না করে তবে রোজার কোনো ক্ষতি হবে না।  

জবাব প্রদানে: 
মাওলানা সেলিম হোসাইন আজাদী
লেখক: বিশিষ্ট মুফাসসির কুরআন ও গণমাধ্যম ব্যক্তিত্ব; চেয়ারম্যান, বাংলাদেশ মুফাসসির সোসাইটি।


বাংলাদেশ সময়: ১৪২১ ঘণ্টা, জুন ০২, ২০১৮
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বাংলানিউজ টি-২০ বিশ্বকাপ-২০২১ এর সর্বশেষ