ছেলে বেলা থেকে বুকে লালন করে আসছি পৃথিবীর ভূ-স্বর্গ কাশ্মীর দেখার। শৈশব, কৈশোর পেরিয়ে আজ যৌবনে। দীর্ঘদিনের লালিত স্বপ্নকে বাস্তবায়ন করার অভিপ্রায়ে বুড়ো বন্ধু খোরশেদ আলম মাদবর খসরু, আফ্রিকা মহাদেশের আলো বাতাসে বেড়ে ওঠা হান্নান ভাই এবং মনো মামু-এই তিন সফর সঙ্গী নিয়ে অনেক কষ্ট সহ্য করে কাশ্মীর ঘুরতে গেলাম তাও আবার শীতে।
২০১৪-১১-০২ ৫:৫৯:০০ এএম