bangla news

উইম্বলডনে লু ইয়েন-সানের রেকর্ড

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১০-০৬-২৫ ৮:৩৩:২৩ পিএম

প্রথম তাইওয়ানিজ হিসেবে গ্র্যান্ড স্ল্যামের চতুর্থ পর্বে যাওয়ার রেকর্ড গড়লেন লু ইয়েন-সান।

লন্ডন: প্রথম তাইওয়ানিজ হিসেবে গ্র্যান্ড স্ল্যামের চতুর্থ পর্বে যাওয়ার রেকর্ড গড়লেন লু ইয়েন-সান।

উইম্বলডনের তৃতীয় রাউন্ডে তার প্রতিপক্ষ ছিলো ফোরিনা মায়ার। শুক্রবার খেলার একপর্যায় চোট পেয়ে কোর্ট ছাড়েন মায়ার। এরপরই বিজয়ী ঘোষণা করা হয় লু ইয়েন সানকে।

যদিও খেলায় প্রথম দুই সেটে ৬-৪, ৬-৪ গেমে জিতে এগিয়ে ছিলেন ইয়েন। তৃতীয় সেটেও সমানে পাল্লা দিচ্ছেলেন। শেষ সেট থেমে যায় ২-১ এ।

২০০৩ সালের পর এই প্রথম কোন এশিয়ান উইম্বলডনের চতুর্থ রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করেছে।

বাংলাদেশ সময়: ১৬২৮ ঘন্টা, ২৬ জুন, ২০১০
এসএফম/এসএ 

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
db 2010-06-25 20:33:23