bangla news

ইউক্রেনকে উয়েফার হুমকি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১০-০৬-২৫ ৭:২২:২২ পিএম

ইউক্রেনের অলিম্পিক স্টেডিয়ামের সংস্কার কাজে অনিয়ম খুঁজে পেয়েছে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিএস।

কিয়েভ: ইউক্রেনের অলিম্পিক স্টেডিয়ামের সংস্কার কাজে অনিয়ম খুঁজে পেয়েছে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিএস।

অভিযোগ এনেছে সংস্কারের নামে স্টেডিয়াম পরিচালক এবং তার সহযোগী অন্ততপক্ষে ১৪ লাখ ডলার অপচয় করেছে।  

পোল্যান্ডের সঙ্গে ২০১২ সালে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের যৌথ-আয়োজক ইউক্রেন। টুর্নামেন্টের ফাইনাল খেলা হবে কিভেয় অলিম্পিক স্টেডিয়ামে। সে কারণেই আন্তর্জাতিক মানে উন্নীত করা হচ্ছে ওই স্টেডিয়ামকে।

ইন্টারফ্যাক্স সংবাদ সংস্থাকে এক সাক্ষাতকারে এসবিইউ বলে,“স্টেডিয়াম সংস্কারের নামে জনগণের তহবিলের টাকা অপব্যয় করা  হচ্ছে।”

নির্ধারিত সময়ে স্টেডিয়ামটির সংস্কার শেষ না হলে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের সহ-আয়োজকের মর্যাদা হারাতে পারে দেশটি। এমনিতেই কাজের ধীরগতি দেখে বিরক্তি প্রকাশ করেছে উয়েফা কর্মকর্তারা। তার ওপর নিরাপত্তা সংস্থা এমন মন্তব্য সঙ্কট তৈরি করবে দেশটির ফুটবল কর্তাব্যক্তিদের জন্য।  

উয়েফা সভাপতি মিশেল প্লাতিনি এরই মধ্যে হুশিয়ার করে দিয়েছেন ইউক্রেনকে। বলেছেন,“কিয়েভ অলিম্পিক স্টেডিয়াম না থাকলে তাদের ওখানে ইউরোও থাকবে না।”

এরপরই নড়েচড়ে বসেছে দেশটির সরকার। উয়েফাকে আশ্বস্ত করেছে ২০১১ সালের জুনের মধ্যেই ফাইনালের ভেন্যুর সংস্কার শেষ হবে।

বাংলাদেশ সময়: ১৭৩৪ ঘন্টা, ২৬ জুন, ২০১০
এসএফএম/এসএ

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2010-06-25 19:22:22