ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

খেলা

গোপালগঞ্জে দাবা প্রশিক্ষণ ক্যাম্প শুরু

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১০

গোপালগঞ্জ: গোপালগঞ্জে দুদিনব্যাপী দাবা প্রশিক্ষণ ক্যাম্প শুরু হয়েছে শুক্রবার থেকে। গোপালগঞ্জ, ফরিদপুর, খুলনা, নাটোর ও কুমিল্লার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের ১২টি স্কুলের ৫২ জন শিক্ষার্থী এ ক্যাস্পে অংশ নিচ্ছেন।

প্রশিক্ষক হিসেবে থাকছেন উপমহাদেশের প্রথম গ্রান্ড মাষ্টার নিয়াজ মোর্শেদ ও ফিদে মাষ্টার মাফুজুর রহমান ঈমনসহ বাংলাদেশ দাবা ফেডারেশনের প্রশিক্ষকবৃন্দ।

স্থানীয় শেখ জামাল স্টেডিয়ামে বাংলাদেশ দাবা ফেডারেশনের সহযোগিতায় জেলা ক্রীড়া সংস্থার আয়োজিত এ  প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো. মনিরুজ্জামান।

বাংলাদেশ সময়: ১৯৪২ ঘন্টা, সেপ্টেম্বর ২৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।