ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

খেলা

প্রীতি ম্যাচের স্কোয়াডে মেসি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১০
প্রীতি ম্যাচের স্কোয়াডে মেসি

বুয়েন্স আইরেস: জাপানের সঙ্গে আগামী মাসের প্রীতি ম্যাচে লিওনেল মেসিকে রেখেই বৃহস্পতিবার ২৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করলেন আর্জেন্টিনার অন্তবর্তীকালীন কোচ সার্জিও বাতিস্তা।

বার্সেলোনার এই তারকা খেলোয়াড় গোড়ালিতে চোট পাওয়ায় খেলতে পারবেন না কমপক্ষে স্প্যানিশ লিগের দুটি ম্যাচ।

গত সপ্তাহে অ্যাথলেটিকো মাদ্রিদের সঙ্গে খেলায় চোট পান ২৩ বছর বয়সী এই ফরোয়ার্ড।

আর্জেন্টিনার সংবাদ মাধ্যমের বরাদ দিয়ে বলা হয়েছে, ফিফার ২০০৯ সালের বর্ষ সেরা খেলোয়াড় মেসিকে যদি স্কোয়াডে রাখা হয়, তবে বাড়তি দুই লাখ ডলার পাবে দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।

৮ অক্টোবর জাপানের সাইতিমাতে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। এই ম্যাচেও দিয়েগো ম্যারাডোনার উত্তরসূরি হিসেবে যথারীতি কোচের দায়িত্ব পালন করবেন সার্জিও বাতিস্তা। তার অধীনে এ পর্যন্ত দুটি প্রীতি ম্যাচ খেলেছে দলটি। প্রথমটিতে ১-০ গোলে আয়ারল্যান্ডকে এবং অন্যটিতে ৪-১ এ বিধ্বস্ত করেছে বিশ্বকাপ জয়ী স্পেনকে।

বাংলাদেশ সময়: ১৭০১ ঘন্টা, সেপ্টেম্বর ২৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।