ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

খেলা

ফুটবলারদের ওবামার অভিনন্দন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৭ ঘণ্টা, জুন ২৫, ২০১০

ঢাকা: যুক্তরাষ্ট্র ফুটবল দল বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নেওয়ায় দেশ জুড়ে বইছে খুশীর জোয়ার। আবেগ ছুঁয়ে গেছে স্বয়ং রাষ্ট্রপতি ওবামাকেও।

সাফল্যের পর তাই ফোনে খেলোয়াড়দের অভিনন্দন জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার আলজেরিয়াকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয় পর্বে উঠে যায় যুক্তরাষ্ট্র। এরপরেই ফোনে মার্কিন দলকে ওবামা জানান,“ল্যান্ডন ডনোভানের সেই জয়সূচক গোলটির পরেই হোয়াইট হাউজের পশ্চিম অংশ উল্লাসে ফেটে পড়ে। ” শীর্ষ ষোল’র লড়াইয়ের জন্য খেলোয়াড়দের ভালভাবে প্রস্তুত হতেও বলেন ওবামা। ”

ওবামার মুখপাত্র রবার্ট গিবস এক বিবৃতিতে বলেন,‘‘জয়সূচক গোলের জন্য প্রেসিডেন্ট ডনোভানকে অভিনন্দন জানান। দলের গোলরক্ষক টিম হাওয়ার্ড এবং মাঝমাঠের খেলোয়াড় কিন্ট ডেম্পসের স্বাস্থ্যেরও খোঁজ খবর নেন তিনি। ’’

গিবস আরো বলেন,‘‘ওবামা শনিবার ঘানার বিপক্ষে ম্যাচে মার্কিন দলের শুভকামনা করেন এবং বলেন মার্কিনিরা খুশীর জোয়ারে ভাসছে। ’’

বাংলাদেশ সময়: ১৬০০ ঘন্টা. ২৫ জুন, ২০১০

এএইচবি/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।